Ajker Patrika

ঈদের দিনে জিমিদের হাতে হকিস্টিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের দিনে জিমিদের হাতে হকিস্টিক

পরিবার-প্রিয়জনরা ব্যস্ত থাকবে ঈদ উদ্‌যাপন নিয়ে। আর বাংলাদেশ জাতীয় দলের হকি খেলোয়াড়েরা তখন থাকবেন মাঠে। দেশে থাকার পরও ঈদে প্রিয় মানুষদের সান্নিধ্য পাবেন না তাঁরা, জিমিদের হাতে থাকবে হকিস্টিক। 

এশিয়ান গেমসের বাছাইপর্ব ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য লম্বা সময় ক্যাম্পে আছেন হকি খেলোয়াড়েরা। বিকেএসপি থেকে ক্যাম্প চলে এসেছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। আগামীকাল ঈদের দিনে এই ক্যাম্পেই কাটবে খেলোয়াড়দের সময়। ঈদের দিনের একটা বেলা থাকবে অনুশীলন। 

এশিয়ান গেমসের বাছাইপর্ব খেলতে ঈদের পরদিন অর্থাৎ আগামী পরশু থাইল্যান্ডে রওনা দেবে বাংলাদেশ দল। ৯ দেশের এই বাছাইপর্বে ‘বি’ পুলে জিমিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই থাইল্যান্ডে যাবে বাংলাদেশ। কোনো কারণে শিরোপা বঞ্চিত হলেও ক্ষতি নেই। সেমিফাইনালে উঠতে পারলেও এশিয়ান গেমসে খেলতে পারবে ইমান গোবিনাথানের দল। 

বাছাইপর্বে দলের অধিনায়ক হয়েছেন ডিফেন্ডার রেজাউল করিম বাবু। খেলা নিয়ে ব্যস্ততা থাকায় এর আগেও পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করা হয়নি তাঁর। তবে গত চার বছরের মধ্যে এবারই ছেলেকে পাশে পাবেন না রেজাউলের মা। ক্যাম্পে আসার আগে মায়ের চোখে পানি দেখে রেজাউল এখন দৃঢ় প্রতিজ্ঞ, শিরোপা জিতে দেশকে দেবেন ঈদের উপহার। বললেন, ‘আমাদের লক্ষ্যই থাকবে শিরোপা জেতা। এই ঈদে দেশকে একটা শিরোপা দেওয়ার চেষ্টা করব।’

বাছাইপর্ব খেলে সরাসরি ইন্দোনেশিয়ায় চলে যাবে হকি দল। জাকার্তায় ২৩ মে শুরু হবে এশিয়া কাপের আসর। এশিয়া কাপে দলের নেতৃত্ব যাবে পাল্টে। কোরিয়া, মালয়েশিয়া ও ওমানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবারের মতো লাল-সবুজের অধিনায়কত্বের ভার সামলাবেন মিডফিল্ডার খোরশেদুর রহমান। 

এশিয়া কাপের মতো এত বড় আসরে অধিনায়কত্বের সুযোগকে অনেক বড় প্রাপ্তি মনে করছেন খোরশেদ। বললেন, ‘এই টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করছি, পরে আর কখনো নাও করতে পারি। বেঁচে থাকলে অনেক ঈদ পাব। তবে ছন্দে যদি না থাকি তাহলে হয়তো আর কোনো দিন দলের অধিনায়ক হতে পারব না। আমাদের লক্ষ্য থাকবে ওমানকে হারানোর। জোর চেষ্টা করব মালয়েশিয়া কিংবা কোরিয়ার বিপক্ষে একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ, ভারত সরকার বলছে—কিছু করার নেই

ওকে বললে আমাকে নোবেলটা দিয়ে দিত: মাচাদোর সঙ্গে ফোনালাপ শেষে বললেন ট্রাম্প

চীনা পণ্যে আরও ১০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের, অস্থির বিশ্ববাজার

‘গাজার শাসক ঠিক করবে ফিলিস্তিনের জনগণ’, ট্রাম্পের ‘পিস বোর্ড’ প্রত্যাখ্যান

সনদ, সংসদ, গণভোট ও সেফ এক্সিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত