Ajker Patrika

অলিম্পিক ব্যস্ততায় ঈদের কথা মনেই নেই!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২১, ১৭: ৪৫
অলিম্পিক ব্যস্ততায় ঈদের কথা মনেই নেই!

টোকিওতে ফোনের অপর প্রান্তে ‘ঈদ মোবারক’ শুনে হেসে ফেললেন সাঁতারু আরিফুল ইসলাম! হেসেই বললেন, ‘আজ যে ঈদ ভুলেই গিয়েছিলাম! এখানে সবাই এত ব্যস্ত যে ঈদ পালনের সময়ই নেই।’ টোকিওতে থাকা বাংলাদেশি অলিম্পিয়ানদের মাথায় এখন ‘অলিম্পিক’ শব্দটা এমনভাবেই ঢুকে গেছে যে ঈদ নিয়ে ভাবার অবসরটুকুও নেই! অন্তত আরিফের কথায় সেটাই প্রমাণ হয়। 

বাংলাদেশের একদিন আগেই বিশ্বের অনেক দেশে আজ পালন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। টোকিওতেও আজ ঈদ। অবশ্য হাতে গোনা কজন অলিম্পিয়ান বাদে ভিনদেশে অনেকেই ভুলে বসে আছেন ঈদের কথা। 

অবশ্য ব্যস্ততার মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন তিরন্দাজ রোমান সানা। মিশর-জর্ডানসহ কয়েক দেশের অ্যাথলেটরা মিলে সকালের আলো ফুটতেই অলিম্পিক ভিলেজে সেরে ফেলেছেন ঈদের জামাত। ঈদের জামাতের ছবি পোস্ট করে ফেসবুকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা তিরন্দাজ। 

এবারের অলিম্পিকে দেশের লাল-সবুজ পতাকা বহনকারী আরিফুল ইসলাম তিন বছর ধরেই দেশের বাইরে। ছোটবেলা থেকেই বিকেএসপিতে বেড়ে ওঠা এই সাঁতারু পরিবারের সঙ্গে ঈদ করার ‘সৌভাগ্য’ খুব বেশি একটা হয় না বলে জানালেন, ‘চতুর্থ শ্রেণি থেকে আমি বিকেএসপির ছাত্র। ক্লাস ফাইভে থাকতে একবার পরিবারের সঙ্গে ঈদ করতে না পেরে মন খারাপ হয়েছিল। এখন আর হয় না।’ 

আরিফ মেনে নিতে পারলেও মন খারাপ হচ্ছে অ্যাথলেট জহির রায়হানের। ২৫ তারিখ জাপান যাবেন। থাকতে হচ্ছে তাই সুরক্ষাবলয়ে। দেশে থাকলেও পরিবার থেকে দূরে বিকেএসপির ক্যাম্পে ঈদ করতে হবে জহিরকে। এ নিয়ে জীবনে মাত্র দুবার পরিবার থেকে দূরে ঈদ করতে হচ্ছে তাঁকে। বললেন, ‘কষ্ট খুব বেশি হচ্ছে না। কারণ, আমি আমার স্বপ্ন পূরণের পথে আছি। অলিম্পিকে খেলার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে হলে খানিকটা ত্যাগ তো স্বীকার করতেই হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত