Ajker Patrika

যুক্তরাষ্ট্র থেকে এসেই জিনাতের বাজিমাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯: ৩৮
জাতীয় বক্সিংয়ে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে নতুন চ্যাম্পিয়ন জিনাত ফেরদৌস। ছবি: সংগৃহীত
জাতীয় বক্সিংয়ে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে নতুন চ্যাম্পিয়ন জিনাত ফেরদৌস। ছবি: সংগৃহীত

জাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।

তিন রাউন্ডের কোনোটিতেই জিনাতের কাছে পাত্তা পাননি আফরা। বেশির ভাগ সময় চেষ্টা করেছেন ঘুষি থেকে নিজেকে বাঁচাতে। কিন্তু কোনো লাভ হয়নি। পাঁচজন বিচারকের প্রত্যেকেই নম্বর দিয়েছেন জিনাতকে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত জিনাত বলেন, ‘কত মানুষ এখানে আসছে, আমাদের সাপোর্ট দিচ্ছে, খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো আমাদের দেশের মাটিতে খেলে সেরা হয়েছি, আমি সত্যিই খুব আনন্দিত।’

আফরার অবশ্য আক্ষেপ সুযোগ-সুবিধা নিয়ে, ‘সে বিদেশের মাটিতে যে প্র্যাকটিসের সুবিধা পায়, তা আমাদের চেয়ে অনেক ভালো। আমরাও যদি ওই রকম ভালো ফ্যাসিলিটিজ পাই, তাহলে আমরাও ভালো করব।’ বোনের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা। রিংয়ে বোনের ফাইনাল দেখার পর বললেন, ‘উনার সঙ্গে যে তিন রাউন্ড খেলেছে, এটাই আমার ভালো লাগছে। বোন যখন মার খাচ্ছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বোন ভালো খেলে হেরেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত