অবশেষে মুক্তি পেলেন অস্কার পিস্টোরিয়াস। প্যারোলে মুক্তিলাভে অবসান ঘটল তাঁর ১১ বছরের বন্দী জীবনের।
জানুয়ারিতে পিস্টোরিয়াস মুক্তি পাবেন—এটা আগেই ঠিক হয়েছিল। গত নভেম্বরে প্রিটোরিয়ায় প্যারোল বোর্ডের সামনে হাজির হয়ে মুক্তি নিশ্চিত করেছিলেন। প্যারোল বোর্ডই ঠিক করে দিয়েছিল ৫ জানুয়ারি মুক্তি পাবেন বান্ধবীকে খুন করে জেলে যাওয়া পিস্টোরিয়াস।
২০১৩ সালে ভালোবাসা দিবসে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেন প্যারালিম্পিকের সাবেক চ্যাম্পিয়ন পিস্টোরিয়াস। ওই খুনের দায়ে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার এক আদালতে ১৩ বছরের জেল হয়েছিল তাঁর। শাস্তির একটা নির্দিষ্টসময় জেলে কাটানোর পর প্যারোলে মুক্তির আবেদন করতে পারেন দণ্ডপ্রাপ্তরা। সেটির সুযোগ নিয়েই বেশ কয়েকবারই প্যারোলে মুক্তির আবেদন করেন পিস্টোরিয়াস। দফায় দফায় তাঁর সে আবেদন নাকচ হওয়ার পর গত নভেম্বরে নিশ্চিত হয়, নতুন বছরে মুক্তি পাবেন পিস্টোরিয়াস।
দুটো পায়ের একটিও না থাকার পরও কার্বন-ফাইবারের তৈরি কৃত্রিম পা নিয়েই সুস্থ সবল প্রতিযোগীদের সঙ্গে লন্ডন অলিম্পিকে ২০০ মিটার এবং ৪ × ১০০ মিটারে অংশ নিয়েছিলেন তিনি। ওই গেমসের পর ব্যাপক প্রশংসিত হন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। মনের জোর থাকলে সবকিছুই করা সম্ভব—এমনটা বোঝাতে যে কেউই উপমা হিসেবে টানতেন ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াসকে। নন্দিত সেই পিস্টোরিয়াসই নিন্দিত হয়ে যান ভালোবাসার দিনে ভালোবাসার মানুষটিকে খুন করে।
অবশেষে মুক্তি পেলেন অস্কার পিস্টোরিয়াস। প্যারোলে মুক্তিলাভে অবসান ঘটল তাঁর ১১ বছরের বন্দী জীবনের।
জানুয়ারিতে পিস্টোরিয়াস মুক্তি পাবেন—এটা আগেই ঠিক হয়েছিল। গত নভেম্বরে প্রিটোরিয়ায় প্যারোল বোর্ডের সামনে হাজির হয়ে মুক্তি নিশ্চিত করেছিলেন। প্যারোল বোর্ডই ঠিক করে দিয়েছিল ৫ জানুয়ারি মুক্তি পাবেন বান্ধবীকে খুন করে জেলে যাওয়া পিস্টোরিয়াস।
২০১৩ সালে ভালোবাসা দিবসে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেন প্যারালিম্পিকের সাবেক চ্যাম্পিয়ন পিস্টোরিয়াস। ওই খুনের দায়ে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার এক আদালতে ১৩ বছরের জেল হয়েছিল তাঁর। শাস্তির একটা নির্দিষ্টসময় জেলে কাটানোর পর প্যারোলে মুক্তির আবেদন করতে পারেন দণ্ডপ্রাপ্তরা। সেটির সুযোগ নিয়েই বেশ কয়েকবারই প্যারোলে মুক্তির আবেদন করেন পিস্টোরিয়াস। দফায় দফায় তাঁর সে আবেদন নাকচ হওয়ার পর গত নভেম্বরে নিশ্চিত হয়, নতুন বছরে মুক্তি পাবেন পিস্টোরিয়াস।
দুটো পায়ের একটিও না থাকার পরও কার্বন-ফাইবারের তৈরি কৃত্রিম পা নিয়েই সুস্থ সবল প্রতিযোগীদের সঙ্গে লন্ডন অলিম্পিকে ২০০ মিটার এবং ৪ × ১০০ মিটারে অংশ নিয়েছিলেন তিনি। ওই গেমসের পর ব্যাপক প্রশংসিত হন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। মনের জোর থাকলে সবকিছুই করা সম্ভব—এমনটা বোঝাতে যে কেউই উপমা হিসেবে টানতেন ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াসকে। নন্দিত সেই পিস্টোরিয়াসই নিন্দিত হয়ে যান ভালোবাসার দিনে ভালোবাসার মানুষটিকে খুন করে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে