Ajker Patrika

বাংলাদেশ থেকে সরে গেল আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে সরে গেল আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট 

বাংলাদেশ থেকে সরেই গেল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ঢাকায় ৪০ দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও সেটি নতুন সূচি অনুযায়ী হবে দক্ষিণ আফ্রিকার ডারবানে। আজকের পত্রিকাকে আজ এমনটা জানিয়েছেন কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী।

এর আগে বাংলাদেশ থেকে সরে যায় ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঢাকা ও সিলেটের দুই স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ১০ দলের টুর্নামেন্টটি। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। এরপর আসরটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি।   

ভেন্যু বদলে যাওয়ায় কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ ডারবানে শুরু হবে ২৭ নভেম্বর। আর শেষ হবে ২ ডিসেম্বর। 

এদিকে যত দূর শোনা যাচ্ছে, বাংলাদেশের অংশগ্রহণও এখন অনিশ্চিত। কারণ দক্ষিণ আফ্রিকায় গিয়ে অংশ নিতে অনেক অর্থের প্রয়োজন পড়বে। এই মুহূর্তে ফেডারেশনের সেটা বহন করা নাকি কঠিন। 

কারাতেতে বাংলাদেশের অর্জন একেবারে কম নয়। ২০১৯ কাঠমান্ডু এসএ গেমসে এই ইভেন্ট থেকে তিনটি স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত