নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিতলেই মিলবে এশিয়া কাপের টিকিট। বাংলাদেশের জন্য সমীকরণ অতটা কঠিন ছিল না বলা যায়। কারণ, এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবার শিরোপা ধরে রাখতে পারল না মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। তাই বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ হকি।
পুল পর্বে টানা চার ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। সেমিফাইনালে পা রাখে পুল চ্যাম্পিয়ন হয়ে। ওমান ছিল অপর পুলের রানার্সআপ। বাংলাদেশকে হারিয়ে যেন গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিল তারা।
জাকার্তার জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকে জমে ওঠে খেলা। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে গোল করে ওমানকে এগিয়ে দেন আলিয়াস আল নৌফালি। তবে খুব বেশি সময় ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান সোহানুর রহমান সবুজ।
দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এবার ওমানের জাল কাঁপান আশরাফুল ইসলাম। পিছিয়ে পড়ার পর আরও তেতে ওঠে ওমান। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাশাদ আল ফাজারির গোলে সমতায় ফেরে তারা। এর ঠিক তিন মিনিট পর তাদের এগিয়ে দেন ফাহাদ আল লাওয়াতি।
তৃতীয় কোয়ার্টারে হয়েছে আরও তিনটি গোল। কিন্তু বাংলাদেশ করতে পেরেছে মাত্র একটি। ৩১ মিনিটে ওমানের হয়ে আবারও ব্যবধান বাড়ান আলিয়াস। ৩৮ মিনিটে ওবায়দুল হকের ফিল্ড গোলে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। কিন্তু ৪৪ মিনিটে ওমানের পঞ্চম গোলটি করেন রাশাদ। শেষ কোয়ার্টারে চেষ্টা করেও একটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ। যদিও এই ১৫ মিনিটে বেশি দাপট দেখিয়েছে ওমানই। তবে ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সবুজ।
পরে আর কোনো গোল করতে না পারায় এএইচএফ কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। আগামী আগস্টে এশিয়া কাপ আয়োজন করবে ভারত। ৪৩ বছরে এই প্রথম এশিয়া কাপের কোনো আসরে অংশ নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ; যা বেশ হতাশার!
এদিকে অপর সেমিফাইনালে কাজাখস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওমানের সঙ্গী চায়নিজ তাইপে।
জিতলেই মিলবে এশিয়া কাপের টিকিট। বাংলাদেশের জন্য সমীকরণ অতটা কঠিন ছিল না বলা যায়। কারণ, এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবার শিরোপা ধরে রাখতে পারল না মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। তাই বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ হকি।
পুল পর্বে টানা চার ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। সেমিফাইনালে পা রাখে পুল চ্যাম্পিয়ন হয়ে। ওমান ছিল অপর পুলের রানার্সআপ। বাংলাদেশকে হারিয়ে যেন গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিল তারা।
জাকার্তার জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকে জমে ওঠে খেলা। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে গোল করে ওমানকে এগিয়ে দেন আলিয়াস আল নৌফালি। তবে খুব বেশি সময় ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান সোহানুর রহমান সবুজ।
দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এবার ওমানের জাল কাঁপান আশরাফুল ইসলাম। পিছিয়ে পড়ার পর আরও তেতে ওঠে ওমান। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাশাদ আল ফাজারির গোলে সমতায় ফেরে তারা। এর ঠিক তিন মিনিট পর তাদের এগিয়ে দেন ফাহাদ আল লাওয়াতি।
তৃতীয় কোয়ার্টারে হয়েছে আরও তিনটি গোল। কিন্তু বাংলাদেশ করতে পেরেছে মাত্র একটি। ৩১ মিনিটে ওমানের হয়ে আবারও ব্যবধান বাড়ান আলিয়াস। ৩৮ মিনিটে ওবায়দুল হকের ফিল্ড গোলে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। কিন্তু ৪৪ মিনিটে ওমানের পঞ্চম গোলটি করেন রাশাদ। শেষ কোয়ার্টারে চেষ্টা করেও একটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ। যদিও এই ১৫ মিনিটে বেশি দাপট দেখিয়েছে ওমানই। তবে ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সবুজ।
পরে আর কোনো গোল করতে না পারায় এএইচএফ কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। আগামী আগস্টে এশিয়া কাপ আয়োজন করবে ভারত। ৪৩ বছরে এই প্রথম এশিয়া কাপের কোনো আসরে অংশ নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ; যা বেশ হতাশার!
এদিকে অপর সেমিফাইনালে কাজাখস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওমানের সঙ্গী চায়নিজ তাইপে।
হারারে থেকে চট্টগ্রাম—দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে প্রায় চার বছর। ২০২১ সালে হারারেতে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এরপর ২৬ ইনিংসে পাননি সেঞ্চুরির দেখা। অবশেষে আজ সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদমান তুলে নিলেন
১৮ মিনিট আগেচেহারার মধ্যে তাঁর শিশুসুলভ সারল্য। বলা হচ্ছে বৈভব সূর্যবংশীর কথা। অথচ, সূর্যবংশীর ব্যাটিং দেখে কে বলবেন, তাঁর বয়স ১৪। চারের চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মনে হয় যেন তিনি ভিডিও গেমস খেলছেন।
৩৬ মিনিট আগেযে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। আবাহনী নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। চ্যাম্পিয়ন হতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ২৪১ রান করতে হবে আবাহনী।
১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদকে ভড়কে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটল আর্সেনাল। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনাল খেলবে পিএসজির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্সেনাল-পিএসজি। ডিপিএলে সুপার লিগে খেলছে আবাহনী-মোহামেডান। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের
২ ঘণ্টা আগে