Ajker Patrika

দুই ফাইনালেই ভারতের কাছে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই ফাইনালেই ভারতের কাছে হারল বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ইরাকের বাগদাদে আজ বাংলাদেশ কোনো ফাইনালই জিততে পারেনি। ভারতের কাছে হেরে রৌপ্য পদক জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতকে। 

হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমানকে নিয়ে গড়া রিকার্ভ পুরুষদের দলগত ইভেন্ট খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের ৩ আর্চার প্রথম সেটে স্কোর করেন ৫৫। ৫৪ স্কোর করে ভারত। প্রথম সেটে জয় পেলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৬-২ সেটে হারিয়েছে ভারত। 

পুরুষদের দলগত ইভেন্টের পরপরই হয় রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট। মিশ্র ইভেন্টের ফাইনালে বাংলাদেশ জিততে পারেনি কোনো সেটই। সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকীর বাংলাদেশকে ৬-০ ব্যবধানে হারিয়েছে ভারত। 

বাংলাদেশের আর্চারির দিনটা শুরু হয়েছিল ব্রোঞ্জ জয়ের মাধ্যমে। রিকার্ভ নারী দলগত বিভাগে স্বাগতিক ইরাককে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। দিয়া সিদ্দিকী, সীমা আক্তার ও ফামিদা সুলতানা—এই তিন আর্চার খেলেন বাংলাদেশ দলে। আর্চারিতে বাংলাদেশ এখন পর্যন্ত পেয়েছে চার পদক। এর মধ্যে দুটি ব্রোঞ্জ ও দুটি রৌপ্যপদক জেতে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত