নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্র্যাকে নামলেই রেকর্ড, শেষ কয়েক প্রতিযোগিতায় এভাবে নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছিলেন ইমরানুর রহমান। এবারের জাতীয় অ্যাথলেটিকসেই ব্যতিক্রম। নিজেই ভাঙতে পারলেন না নিজের রেকর্ড। তবে ঠিকই ধরে রেখেছেন দ্রুততম মানবের স্থান।
আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস। আসরের প্রথম দিনে যথারীতি আবারও ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লন্ডনপ্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। তবে এক আসর দিয়ে আবারও নিজের সিংহাসন দখল করেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এ নিয়ে ১৪ বারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন এই নারী স্প্রিন্টার।
১০০ মিটার স্প্রিন্টে ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৪৯ সেকেন্ডে প্রথম হয়েছেন ইমরান। শিরিনের টাইমিং ১২.২০। ইলেকট্রনিক টাইমিংয়ে দুজনেই বর্তমান রেকর্ডধারী।
নিজের রেকর্ড ভাঙতে না পেরেও খুশি ইমরান। বাংলাদেশে আসার আগে ম্যানচেস্টারের বিমান বন্দরে আটকে ছিলেন এক দিন। ঢাকায় এসেছেন বুধবার। মাত্র এক দিনের প্রস্তুতিতে যা পেয়েছেন তাতেই খুশি তিনি। বললেন, ‘আমার ঢাকায় আসার ফ্লাইট ছিল মঙ্গলবার কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই প্রস্তুতিটা ভালো হয়নি। ক্লান্ত থাকায় ভালোভাবে দৌড়াতে পারিনি।'
১৪ বারের সেরা হয়ে নাজমুন্নাহার বিউটির রেকর্ডে শ্বাস ফেলছেন শিরিন। বিউটি এখন পর্যন্ত সেরা হয়েছেন ১৭ বার। শিরিন ছাড়িয়ে যেতে চান বিউটিকে। দেশের হয়ে জিততে চান এসএ গেমসে সোনা। বললেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে এই টাইমিং আরও ভালো হতে পারত। আমি এখনো বিশ্বাস করি, দেশকে এসএ গেমসে সোনা জেতাতে পারব। তবে এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিউটি আপু আমার আদর্শ, তাঁকে ছাড়িয়ে যেতে চাই।'
ট্র্যাকে নামলেই রেকর্ড, শেষ কয়েক প্রতিযোগিতায় এভাবে নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছিলেন ইমরানুর রহমান। এবারের জাতীয় অ্যাথলেটিকসেই ব্যতিক্রম। নিজেই ভাঙতে পারলেন না নিজের রেকর্ড। তবে ঠিকই ধরে রেখেছেন দ্রুততম মানবের স্থান।
আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস। আসরের প্রথম দিনে যথারীতি আবারও ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লন্ডনপ্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। তবে এক আসর দিয়ে আবারও নিজের সিংহাসন দখল করেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এ নিয়ে ১৪ বারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন এই নারী স্প্রিন্টার।
১০০ মিটার স্প্রিন্টে ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৪৯ সেকেন্ডে প্রথম হয়েছেন ইমরান। শিরিনের টাইমিং ১২.২০। ইলেকট্রনিক টাইমিংয়ে দুজনেই বর্তমান রেকর্ডধারী।
নিজের রেকর্ড ভাঙতে না পেরেও খুশি ইমরান। বাংলাদেশে আসার আগে ম্যানচেস্টারের বিমান বন্দরে আটকে ছিলেন এক দিন। ঢাকায় এসেছেন বুধবার। মাত্র এক দিনের প্রস্তুতিতে যা পেয়েছেন তাতেই খুশি তিনি। বললেন, ‘আমার ঢাকায় আসার ফ্লাইট ছিল মঙ্গলবার কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই প্রস্তুতিটা ভালো হয়নি। ক্লান্ত থাকায় ভালোভাবে দৌড়াতে পারিনি।'
১৪ বারের সেরা হয়ে নাজমুন্নাহার বিউটির রেকর্ডে শ্বাস ফেলছেন শিরিন। বিউটি এখন পর্যন্ত সেরা হয়েছেন ১৭ বার। শিরিন ছাড়িয়ে যেতে চান বিউটিকে। দেশের হয়ে জিততে চান এসএ গেমসে সোনা। বললেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে এই টাইমিং আরও ভালো হতে পারত। আমি এখনো বিশ্বাস করি, দেশকে এসএ গেমসে সোনা জেতাতে পারব। তবে এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিউটি আপু আমার আদর্শ, তাঁকে ছাড়িয়ে যেতে চাই।'
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে