নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্র্যাকে নামলেই রেকর্ড, শেষ কয়েক প্রতিযোগিতায় এভাবে নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছিলেন ইমরানুর রহমান। এবারের জাতীয় অ্যাথলেটিকসেই ব্যতিক্রম। নিজেই ভাঙতে পারলেন না নিজের রেকর্ড। তবে ঠিকই ধরে রেখেছেন দ্রুততম মানবের স্থান।
আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস। আসরের প্রথম দিনে যথারীতি আবারও ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লন্ডনপ্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। তবে এক আসর দিয়ে আবারও নিজের সিংহাসন দখল করেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এ নিয়ে ১৪ বারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন এই নারী স্প্রিন্টার।
১০০ মিটার স্প্রিন্টে ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৪৯ সেকেন্ডে প্রথম হয়েছেন ইমরান। শিরিনের টাইমিং ১২.২০। ইলেকট্রনিক টাইমিংয়ে দুজনেই বর্তমান রেকর্ডধারী।
নিজের রেকর্ড ভাঙতে না পেরেও খুশি ইমরান। বাংলাদেশে আসার আগে ম্যানচেস্টারের বিমান বন্দরে আটকে ছিলেন এক দিন। ঢাকায় এসেছেন বুধবার। মাত্র এক দিনের প্রস্তুতিতে যা পেয়েছেন তাতেই খুশি তিনি। বললেন, ‘আমার ঢাকায় আসার ফ্লাইট ছিল মঙ্গলবার কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই প্রস্তুতিটা ভালো হয়নি। ক্লান্ত থাকায় ভালোভাবে দৌড়াতে পারিনি।'
১৪ বারের সেরা হয়ে নাজমুন্নাহার বিউটির রেকর্ডে শ্বাস ফেলছেন শিরিন। বিউটি এখন পর্যন্ত সেরা হয়েছেন ১৭ বার। শিরিন ছাড়িয়ে যেতে চান বিউটিকে। দেশের হয়ে জিততে চান এসএ গেমসে সোনা। বললেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে এই টাইমিং আরও ভালো হতে পারত। আমি এখনো বিশ্বাস করি, দেশকে এসএ গেমসে সোনা জেতাতে পারব। তবে এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিউটি আপু আমার আদর্শ, তাঁকে ছাড়িয়ে যেতে চাই।'
ট্র্যাকে নামলেই রেকর্ড, শেষ কয়েক প্রতিযোগিতায় এভাবে নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছিলেন ইমরানুর রহমান। এবারের জাতীয় অ্যাথলেটিকসেই ব্যতিক্রম। নিজেই ভাঙতে পারলেন না নিজের রেকর্ড। তবে ঠিকই ধরে রেখেছেন দ্রুততম মানবের স্থান।
আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস। আসরের প্রথম দিনে যথারীতি আবারও ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লন্ডনপ্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। তবে এক আসর দিয়ে আবারও নিজের সিংহাসন দখল করেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এ নিয়ে ১৪ বারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন এই নারী স্প্রিন্টার।
১০০ মিটার স্প্রিন্টে ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৪৯ সেকেন্ডে প্রথম হয়েছেন ইমরান। শিরিনের টাইমিং ১২.২০। ইলেকট্রনিক টাইমিংয়ে দুজনেই বর্তমান রেকর্ডধারী।
নিজের রেকর্ড ভাঙতে না পেরেও খুশি ইমরান। বাংলাদেশে আসার আগে ম্যানচেস্টারের বিমান বন্দরে আটকে ছিলেন এক দিন। ঢাকায় এসেছেন বুধবার। মাত্র এক দিনের প্রস্তুতিতে যা পেয়েছেন তাতেই খুশি তিনি। বললেন, ‘আমার ঢাকায় আসার ফ্লাইট ছিল মঙ্গলবার কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই প্রস্তুতিটা ভালো হয়নি। ক্লান্ত থাকায় ভালোভাবে দৌড়াতে পারিনি।'
১৪ বারের সেরা হয়ে নাজমুন্নাহার বিউটির রেকর্ডে শ্বাস ফেলছেন শিরিন। বিউটি এখন পর্যন্ত সেরা হয়েছেন ১৭ বার। শিরিন ছাড়িয়ে যেতে চান বিউটিকে। দেশের হয়ে জিততে চান এসএ গেমসে সোনা। বললেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে এই টাইমিং আরও ভালো হতে পারত। আমি এখনো বিশ্বাস করি, দেশকে এসএ গেমসে সোনা জেতাতে পারব। তবে এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিউটি আপু আমার আদর্শ, তাঁকে ছাড়িয়ে যেতে চাই।'
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৪ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে