Ajker Patrika

বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২২: ৪৯
লিঁও মারশাঁর সোনার হাসি। ছবি: এএফপি
লিঁও মারশাঁর সোনার হাসি। ছবি: এএফপি

২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার মধ্যেই সোনা জিতলেন ১ মিনিট ৫৩.৫৮ সেকেন্ড সময় নিয়ে।

এই ইভেন্টে ১ মিনিট ৫৪.৩০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের শাইন কাসাস। তৃতীয় হয়েছেন হাঙ্গেরির হুবার্ট কস। তিনি ১ মিনিট ৫৫.৩৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠানরত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এটি মারশাঁর প্রথম সোনা। তবে ফরাসি এই সাঁতারুর আলোয় আসা ২০২৪ প্যারিস অলিম্পিকে। নিজ দেশের দর্শকদের সামনে অলিম্পিক গেমস সাঁতারে চারটি একক ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তিনি যে একটা কিছু করবেন, সেটা আগেই বোঝা যাচ্ছিল। ভালো অবস্থায় যে রয়েছেন, সেটি সেমিফাইনালেই জানান দিয়েছিলেন। কিন্তু এই ইভেন্টে টাইমিংটাকে যে এতটাই কমিয়ে আনবেন, সেটি কি ভাবতে পেরেছিলেন? একটা কিছু হবে, এমন উত্তেজনা নিয়ে রাত কেটেছে তাঁর। বললেন, ‘আগের দিন এত উত্তেজিত ছিলাম যে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। তাতে মনে হয়, অনেক শক্তি হারিয়েছি। তবে আমার লক্ষ্য ছিল রেকর্ড ভাঙা। আর সেটি হওয়ায় খুবই খুশি।’

বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় মারশাঁ ৪০০ মিটার মিডলেতেও অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত