নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রিকার্ভ এককে হতাশায় ডুবেছেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। কম্পাউন্ড এককেও ডুবতে বসেছিলেন বাংলাদেশের তিরন্দাজরা। হতাশার এক দিনে বিকেলে পদকের সম্ভাবনা জাগিয়েছেন কেবল রোকসানা আক্তার। ইসলামিক সলিডারিটি গেমসে নারীদের কম্পাউন্ড একক ইভেন্টের ব্রোঞ্জ জয়ের সুযোগ বাংলাদেশি তিরন্দাজের সামনে।
গতকাল বাছাইপর্বে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোকসানা। আজ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক তুরস্কের সেভিম ইয়েলদিরকে ১৪৪-১৪০ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন রোকসানা। ফাইনালে ওঠার লড়াইয়ে রোকসানা ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে যান তুরস্কের আরেক প্রতিদ্বন্দ্বী ইয়েসিম বোস্তানের কাছে। আগামী পরশু ব্রোঞ্জের লড়াইয়ে তুরস্কের বেরা সুজেরের বিপক্ষে লড়বেন রোকসানা।
রোকসানা ছাড়া আর্চারিতে আজ আর কোনো সাফল্য নেই বাংলাদেশের। কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছেন শ্যামলী রায়। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছেন পুষ্পিতা জামান। ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন আশিকুজ্জামান।
রিকার্ভ এককেও ব্যর্থ বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোমান সানা ৬-০ সেটে হেরেছেন উজবেকিস্তানের উনগালভ ওবদেকের কাছে। একই ব্যবধানে তুরস্কের একে সামেতের কাছে হেরেছেন হাকিম আহমেদ রুবেল। তুরস্কের মেতে গাজ্জের কাছে ৭-১ সেটে হেরেছেন সাগর ইসলাম।
নারীদের এককেও হতাশা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিয়া সিদ্দিকী ৭-৩ সেটে হেরেছেন তুরস্কের ইসেম ইয়াসমিনের কাছে। কোয়ার্টার ফাইনালে হেরেছেন নাসরিন আক্তারও। মালয়েশিয়ার রেজা অক্টেভিয়ার কাছে নাসরিনের হার ৭-১ সেটে। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন বিউটি রায়।
রিকার্ভ এককে হতাশায় ডুবেছেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। কম্পাউন্ড এককেও ডুবতে বসেছিলেন বাংলাদেশের তিরন্দাজরা। হতাশার এক দিনে বিকেলে পদকের সম্ভাবনা জাগিয়েছেন কেবল রোকসানা আক্তার। ইসলামিক সলিডারিটি গেমসে নারীদের কম্পাউন্ড একক ইভেন্টের ব্রোঞ্জ জয়ের সুযোগ বাংলাদেশি তিরন্দাজের সামনে।
গতকাল বাছাইপর্বে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোকসানা। আজ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক তুরস্কের সেভিম ইয়েলদিরকে ১৪৪-১৪০ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন রোকসানা। ফাইনালে ওঠার লড়াইয়ে রোকসানা ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে যান তুরস্কের আরেক প্রতিদ্বন্দ্বী ইয়েসিম বোস্তানের কাছে। আগামী পরশু ব্রোঞ্জের লড়াইয়ে তুরস্কের বেরা সুজেরের বিপক্ষে লড়বেন রোকসানা।
রোকসানা ছাড়া আর্চারিতে আজ আর কোনো সাফল্য নেই বাংলাদেশের। কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছেন শ্যামলী রায়। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছেন পুষ্পিতা জামান। ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন আশিকুজ্জামান।
রিকার্ভ এককেও ব্যর্থ বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোমান সানা ৬-০ সেটে হেরেছেন উজবেকিস্তানের উনগালভ ওবদেকের কাছে। একই ব্যবধানে তুরস্কের একে সামেতের কাছে হেরেছেন হাকিম আহমেদ রুবেল। তুরস্কের মেতে গাজ্জের কাছে ৭-১ সেটে হেরেছেন সাগর ইসলাম।
নারীদের এককেও হতাশা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিয়া সিদ্দিকী ৭-৩ সেটে হেরেছেন তুরস্কের ইসেম ইয়াসমিনের কাছে। কোয়ার্টার ফাইনালে হেরেছেন নাসরিন আক্তারও। মালয়েশিয়ার রেজা অক্টেভিয়ার কাছে নাসরিনের হার ৭-১ সেটে। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন বিউটি রায়।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে