নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতোই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কা হারিয়ে আসর শুরু করা কাজাখস্তান বড় কোনো চ্যালেঞ্জে ফেলতে পারেনি বাংলাদেশকে। জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারে দুই দলই অবশ্য ছিল অগোছালো। ৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে গোল এনে দেন আশরাফুল। ২৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক পুষ্কর ক্ষিসা মিমো। ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাজাখস্তানকে সমতায় ফেরান আগিমতে দুইসেনগাজি।
তৃতীয় কোয়ার্টারে আধিপত্য দেখায় বাংলাদেশ। তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে হাতের মুঠোয়। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নেওয়া আশরাফুলের শট ঠেকিয়ে দেন কাজাখস্তানের গোলরক্ষক আমান ইয়েলুবায়েভ। তবে ফিরতি শটে জাল কাঁপিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন নাঈম উদ্দিন। এর ঠিক পরের মিনিটেই ফিল্ড গোল করেন রাকিবুল হাসান। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-১ করেন সোহানুর রহমান সবুজ।
শেষ কোয়ার্টারে সেভাবে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি কাজাখস্তান। বাংলাদেশও তেমন দাপট দেখাতে পারেনি খুব একটা। তবে ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন আশরাফুল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সবুজ।
দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে আগামী ২০ এপ্রিল স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতোই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কা হারিয়ে আসর শুরু করা কাজাখস্তান বড় কোনো চ্যালেঞ্জে ফেলতে পারেনি বাংলাদেশকে। জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারে দুই দলই অবশ্য ছিল অগোছালো। ৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে গোল এনে দেন আশরাফুল। ২৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক পুষ্কর ক্ষিসা মিমো। ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাজাখস্তানকে সমতায় ফেরান আগিমতে দুইসেনগাজি।
তৃতীয় কোয়ার্টারে আধিপত্য দেখায় বাংলাদেশ। তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে হাতের মুঠোয়। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নেওয়া আশরাফুলের শট ঠেকিয়ে দেন কাজাখস্তানের গোলরক্ষক আমান ইয়েলুবায়েভ। তবে ফিরতি শটে জাল কাঁপিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন নাঈম উদ্দিন। এর ঠিক পরের মিনিটেই ফিল্ড গোল করেন রাকিবুল হাসান। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-১ করেন সোহানুর রহমান সবুজ।
শেষ কোয়ার্টারে সেভাবে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি কাজাখস্তান। বাংলাদেশও তেমন দাপট দেখাতে পারেনি খুব একটা। তবে ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন আশরাফুল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সবুজ।
দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে আগামী ২০ এপ্রিল স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
হারারে থেকে চট্টগ্রাম—দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে প্রায় চার বছর। ২০২১ সালে হারারেতে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এরপর ২৬ ইনিংসে পাননি সেঞ্চুরির দেখা। অবশেষে আজ সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদমান তুলে নিলেন
১৮ মিনিট আগেচেহারার মধ্যে তাঁর শিশুসুলভ সারল্য। বলা হচ্ছে বৈভব সূর্যবংশীর কথা। অথচ, সূর্যবংশীর ব্যাটিং দেখে কে বলবেন, তাঁর বয়স ১৪। চারের চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মনে হয় যেন তিনি ভিডিও গেমস খেলছেন।
৩৬ মিনিট আগেযে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। আবাহনী নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। চ্যাম্পিয়ন হতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ২৪১ রান করতে হবে আবাহনী।
১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদকে ভড়কে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটল আর্সেনাল। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনাল খেলবে পিএসজির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্সেনাল-পিএসজি। ডিপিএলে সুপার লিগে খেলছে আবাহনী-মোহামেডান। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের
২ ঘণ্টা আগে