নিজস্ব প্রতিবেদক
ঢাকা: লকডাউনের প্রথমদিনে যারা রাস্তায় বের হয়েছিলেন জীবনের তাগিদে, কাল তাদের নাভিশ্বাস উঠেছে কাঠফাটা গরম। সব কিছু যেন থমকে ছিলো করোনাভীতিতে। সব থামলেও স্বাভাবিক গতিতে এগিয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পঞ্চম দিন। সুইমিংপুলে ঢেউ তুলে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতে ছিলেন দুই সাঁতারু কাজল মিয়া ও ফয়সাল আহমেদ।
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে পুলে নেমেছিলেন সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ। পুলে নামার আগে ২০১৯ সালে এই ইভেন্টে গড়া রেকর্ড তখন পর্যন্ত তাঁরই দখলে। কিন্তু সোমবারে সাঁতারে নেমেই নিজের রেকর্ড হারিয়েছেন জুয়েল, তাঁকে দর্শক বানিয়ে ২০০ মিটারের রেকর্ড ভেঙে নিজের করেছেন জুয়েলের সতীর্থ কাজল মিয়া।
তিন দিন আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন জুয়েল। আজ সোমবার বাটারফ্লাই ইভেন্টও শেষ করলেন নিজের সেরা টাইমিং ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে। অন্য সময় হলে এটাই হতো রেকর্ড, তবে তাঁকে ছাড়িয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে রেকর্ড নিয়ে যান কাজল। শেষ পর্যন্ত রুপাতেই খুশি থাকতে হয়েছে জুয়েলকে। নৌবাহিনীর জাহিদুল ইসলাম এই ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।
জুয়েল না পারলেও নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু ফয়সাল আহমেদ। ৪০০ মিটার ফ্রি–স্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে তাঁর আগের রেকর্ডটি ছিল ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের। ৪ মিনিট ২০.০৮ সেকেন্ডে রুপা জিতেছেন নৌবাহিনীর রবিউল আউয়াল।
২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙেছেন ফয়সাল আহমেদ। রুপা জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ডে।
ঢাকা: লকডাউনের প্রথমদিনে যারা রাস্তায় বের হয়েছিলেন জীবনের তাগিদে, কাল তাদের নাভিশ্বাস উঠেছে কাঠফাটা গরম। সব কিছু যেন থমকে ছিলো করোনাভীতিতে। সব থামলেও স্বাভাবিক গতিতে এগিয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পঞ্চম দিন। সুইমিংপুলে ঢেউ তুলে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতে ছিলেন দুই সাঁতারু কাজল মিয়া ও ফয়সাল আহমেদ।
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে পুলে নেমেছিলেন সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ। পুলে নামার আগে ২০১৯ সালে এই ইভেন্টে গড়া রেকর্ড তখন পর্যন্ত তাঁরই দখলে। কিন্তু সোমবারে সাঁতারে নেমেই নিজের রেকর্ড হারিয়েছেন জুয়েল, তাঁকে দর্শক বানিয়ে ২০০ মিটারের রেকর্ড ভেঙে নিজের করেছেন জুয়েলের সতীর্থ কাজল মিয়া।
তিন দিন আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন জুয়েল। আজ সোমবার বাটারফ্লাই ইভেন্টও শেষ করলেন নিজের সেরা টাইমিং ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে। অন্য সময় হলে এটাই হতো রেকর্ড, তবে তাঁকে ছাড়িয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে রেকর্ড নিয়ে যান কাজল। শেষ পর্যন্ত রুপাতেই খুশি থাকতে হয়েছে জুয়েলকে। নৌবাহিনীর জাহিদুল ইসলাম এই ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।
জুয়েল না পারলেও নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু ফয়সাল আহমেদ। ৪০০ মিটার ফ্রি–স্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে তাঁর আগের রেকর্ডটি ছিল ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের। ৪ মিনিট ২০.০৮ সেকেন্ডে রুপা জিতেছেন নৌবাহিনীর রবিউল আউয়াল।
২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙেছেন ফয়সাল আহমেদ। রুপা জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ডে।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে