নিজস্ব প্রতিবেদক
ঢাকা: লকডাউনের প্রথমদিনে যারা রাস্তায় বের হয়েছিলেন জীবনের তাগিদে, কাল তাদের নাভিশ্বাস উঠেছে কাঠফাটা গরম। সব কিছু যেন থমকে ছিলো করোনাভীতিতে। সব থামলেও স্বাভাবিক গতিতে এগিয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পঞ্চম দিন। সুইমিংপুলে ঢেউ তুলে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতে ছিলেন দুই সাঁতারু কাজল মিয়া ও ফয়সাল আহমেদ।
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে পুলে নেমেছিলেন সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ। পুলে নামার আগে ২০১৯ সালে এই ইভেন্টে গড়া রেকর্ড তখন পর্যন্ত তাঁরই দখলে। কিন্তু সোমবারে সাঁতারে নেমেই নিজের রেকর্ড হারিয়েছেন জুয়েল, তাঁকে দর্শক বানিয়ে ২০০ মিটারের রেকর্ড ভেঙে নিজের করেছেন জুয়েলের সতীর্থ কাজল মিয়া।
তিন দিন আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন জুয়েল। আজ সোমবার বাটারফ্লাই ইভেন্টও শেষ করলেন নিজের সেরা টাইমিং ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে। অন্য সময় হলে এটাই হতো রেকর্ড, তবে তাঁকে ছাড়িয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে রেকর্ড নিয়ে যান কাজল। শেষ পর্যন্ত রুপাতেই খুশি থাকতে হয়েছে জুয়েলকে। নৌবাহিনীর জাহিদুল ইসলাম এই ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।
জুয়েল না পারলেও নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু ফয়সাল আহমেদ। ৪০০ মিটার ফ্রি–স্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে তাঁর আগের রেকর্ডটি ছিল ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের। ৪ মিনিট ২০.০৮ সেকেন্ডে রুপা জিতেছেন নৌবাহিনীর রবিউল আউয়াল।
২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙেছেন ফয়সাল আহমেদ। রুপা জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ডে।
ঢাকা: লকডাউনের প্রথমদিনে যারা রাস্তায় বের হয়েছিলেন জীবনের তাগিদে, কাল তাদের নাভিশ্বাস উঠেছে কাঠফাটা গরম। সব কিছু যেন থমকে ছিলো করোনাভীতিতে। সব থামলেও স্বাভাবিক গতিতে এগিয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পঞ্চম দিন। সুইমিংপুলে ঢেউ তুলে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতে ছিলেন দুই সাঁতারু কাজল মিয়া ও ফয়সাল আহমেদ।
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে পুলে নেমেছিলেন সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ। পুলে নামার আগে ২০১৯ সালে এই ইভেন্টে গড়া রেকর্ড তখন পর্যন্ত তাঁরই দখলে। কিন্তু সোমবারে সাঁতারে নেমেই নিজের রেকর্ড হারিয়েছেন জুয়েল, তাঁকে দর্শক বানিয়ে ২০০ মিটারের রেকর্ড ভেঙে নিজের করেছেন জুয়েলের সতীর্থ কাজল মিয়া।
তিন দিন আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন জুয়েল। আজ সোমবার বাটারফ্লাই ইভেন্টও শেষ করলেন নিজের সেরা টাইমিং ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে। অন্য সময় হলে এটাই হতো রেকর্ড, তবে তাঁকে ছাড়িয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে রেকর্ড নিয়ে যান কাজল। শেষ পর্যন্ত রুপাতেই খুশি থাকতে হয়েছে জুয়েলকে। নৌবাহিনীর জাহিদুল ইসলাম এই ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।
জুয়েল না পারলেও নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু ফয়সাল আহমেদ। ৪০০ মিটার ফ্রি–স্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে তাঁর আগের রেকর্ডটি ছিল ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের। ৪ মিনিট ২০.০৮ সেকেন্ডে রুপা জিতেছেন নৌবাহিনীর রবিউল আউয়াল।
২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙেছেন ফয়সাল আহমেদ। রুপা জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ডে।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১০ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৮ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে