নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনার তোড় জোর ছিল খুব বেশি। আজকেই ঢাকায় নেমে খেলা পরিচালনার জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলে আসেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আসা দুই আম্পায়ার। ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আর সাবেক চ্যাম্পিয়ন ঊষার মধ্যে হওয়ার কারণেই মূলত এত সাবধানতা।
আড়াই বছরের বেশি সময় পর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হকির দুই পরাশক্তি মেরিনার্স ও ঊষা। গত মাসেই ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ঊষা। কিন্তু কে জানত আজ পুরোপুরি উল্টো কিছু হতে চলেছে!
২০১৮ সালের পর লিগে ফেরা ঊষা আজকে রীতিমতো ছেলেখেলা করল মেরিনার্সকে নিয়ে। মাহাবুব হোসেনের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব কাপের হারের দারুণ এক শোধই তুলেছে লিগে চারবারের চ্যাম্পিয়নরা।
অথচ ম্যাচের শুরুটা বলছিল উল্টো কথা। ক্লাব কাপের কথা মনে করিয়ে দিয়ে ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। ঊষা প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ দিয়েছে মোহাম্মদ শরীকের কল্যাণে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষাকে সমতায় ফেরান এই ভারতীয়। গোল শোধ দিয়ে ঊষা মেরিনার্সকে আবারও চমকে দিয়েছে দুই মিনিট বাদেই। ফিল্ড গোলে ঊষার ব্যবধান ২-১ করেন তৈয়ব আলী।
দুই ভারতীয়কে নিয়ে মেরিনার্সের খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভারতীয় প্রদীপ মোর একা যথেষ্ট করলেও মেরিনার্সের অন্য খেলোয়াড়েরা তেমন তাঁকে সহযোগিতা করতে পারেননি। আটটির মতো পেনাল্টি কর্নার পেয়েও মামুনুর রশীদের গোল পোস্টে প্রবেশ করাতে পেরেছে মাত্র একবার।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ঊষা ব্যবধান ৩-১ করে ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে। গোলটি হয়েছে পরিকল্পিত আক্রমণ দিয়ে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পরপর দুই গোলে মেরিনার্সকে হতাশায় ডোবান ঊষার মাহাবুব হোসেন।
এই ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনার তোড় জোর ছিল খুব বেশি। আজকেই ঢাকায় নেমে খেলা পরিচালনার জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলে আসেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আসা দুই আম্পায়ার। ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আর সাবেক চ্যাম্পিয়ন ঊষার মধ্যে হওয়ার কারণেই মূলত এত সাবধানতা।
আড়াই বছরের বেশি সময় পর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হকির দুই পরাশক্তি মেরিনার্স ও ঊষা। গত মাসেই ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ঊষা। কিন্তু কে জানত আজ পুরোপুরি উল্টো কিছু হতে চলেছে!
২০১৮ সালের পর লিগে ফেরা ঊষা আজকে রীতিমতো ছেলেখেলা করল মেরিনার্সকে নিয়ে। মাহাবুব হোসেনের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব কাপের হারের দারুণ এক শোধই তুলেছে লিগে চারবারের চ্যাম্পিয়নরা।
অথচ ম্যাচের শুরুটা বলছিল উল্টো কথা। ক্লাব কাপের কথা মনে করিয়ে দিয়ে ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। ঊষা প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ দিয়েছে মোহাম্মদ শরীকের কল্যাণে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষাকে সমতায় ফেরান এই ভারতীয়। গোল শোধ দিয়ে ঊষা মেরিনার্সকে আবারও চমকে দিয়েছে দুই মিনিট বাদেই। ফিল্ড গোলে ঊষার ব্যবধান ২-১ করেন তৈয়ব আলী।
দুই ভারতীয়কে নিয়ে মেরিনার্সের খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভারতীয় প্রদীপ মোর একা যথেষ্ট করলেও মেরিনার্সের অন্য খেলোয়াড়েরা তেমন তাঁকে সহযোগিতা করতে পারেননি। আটটির মতো পেনাল্টি কর্নার পেয়েও মামুনুর রশীদের গোল পোস্টে প্রবেশ করাতে পেরেছে মাত্র একবার।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ঊষা ব্যবধান ৩-১ করে ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে। গোলটি হয়েছে পরিকল্পিত আক্রমণ দিয়ে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পরপর দুই গোলে মেরিনার্সকে হতাশায় ডোবান ঊষার মাহাবুব হোসেন।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৮ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৯ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১১ ঘণ্টা আগে