নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আজ সন্ধ্যায় মালদ্বীপের বিমান ধরার কথা ছিল বসুন্ধরা কিংসের। সব প্রস্তুতি শেষ। এ সময় মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন বসুন্ধরা কিংস থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এএফসি কাপ স্থগিত!
নিজদের দেশে এএফসি কাপ আয়োজন নিয়ে অবশ্য মালদ্বীপের আপত্তি ছিল গত কদিন ধরেই। বিশেষ করে ভারত থেকে আসা দুই দল বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানকে নিয়ে সংশয়ে ছিল মালদ্বীপ এফএ। বেঙ্গালুরুর খেলোয়াড়েরা করোনা প্রটোকল ভাঙায় ভীষণ চটেছেন মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ।
১১ মে ‘ডি’ গ্রুপের বাছাইপর্বে মাঠে নামার কথা ছিল মালদ্বীপের ক্লাব ঈগলস ও বেঙ্গালুরু এফসির। এ ম্যাচের জয়ী দলের মূলপর্বে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টস ও এটিকে মোহনবাগানের বিপক্ষে। ভারতীয় দল হওয়ায় বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানের জন্য কঠিন জৈব সুরক্ষাবলয় তৈরি করেছিল মালদ্বীপ সরকার। কিন্তু বেঙ্গালুরু খেলোয়াড়েরা সেটা মেনে চলতে পারেননি। সুরক্ষাবলয় ভেঙে তারকা খেলোয়াড় সুনীল ছেত্রীসহ একাধিক ফুটবলার প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন বাইরে।
বিষয়টি জানাজানি হওয়ার পর বেঙ্গালুরুকে মালদ্বীপ ছাড়তে চাপ এসেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। পরে বেঙ্গালুরুকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ। টুইটারে তিনি লিখেছেন, ‘এএফসি ও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ না মেনে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুকে দ্রুত মালদ্বীপ ছাড়তে হবে। তাদের এই আচরণ আমরা মানতে পারছি না। জনগণের চাপ আর মামলা হজম করেও আমরা প্রতিশ্রুতি মেনে কয়েক মাস আগে টুর্নামেন্ট আয়োজনে রাজী হয়েছিলাম।’
পরে আরেক টুইট বার্তায় মাহলুফ নিশ্চিত করেন এএফসির সঙ্গে আলোচনা করেই স্থগিত করা হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। স্থগিত হওয়া খেলা কবে সেটা এখনো ঠিক হয়নি। গত বছর করোনার কারণেই বাতিল হয়েছিল এএফসি কাপ।
ঢাকা: আজ সন্ধ্যায় মালদ্বীপের বিমান ধরার কথা ছিল বসুন্ধরা কিংসের। সব প্রস্তুতি শেষ। এ সময় মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন বসুন্ধরা কিংস থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এএফসি কাপ স্থগিত!
নিজদের দেশে এএফসি কাপ আয়োজন নিয়ে অবশ্য মালদ্বীপের আপত্তি ছিল গত কদিন ধরেই। বিশেষ করে ভারত থেকে আসা দুই দল বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানকে নিয়ে সংশয়ে ছিল মালদ্বীপ এফএ। বেঙ্গালুরুর খেলোয়াড়েরা করোনা প্রটোকল ভাঙায় ভীষণ চটেছেন মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ।
১১ মে ‘ডি’ গ্রুপের বাছাইপর্বে মাঠে নামার কথা ছিল মালদ্বীপের ক্লাব ঈগলস ও বেঙ্গালুরু এফসির। এ ম্যাচের জয়ী দলের মূলপর্বে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টস ও এটিকে মোহনবাগানের বিপক্ষে। ভারতীয় দল হওয়ায় বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানের জন্য কঠিন জৈব সুরক্ষাবলয় তৈরি করেছিল মালদ্বীপ সরকার। কিন্তু বেঙ্গালুরু খেলোয়াড়েরা সেটা মেনে চলতে পারেননি। সুরক্ষাবলয় ভেঙে তারকা খেলোয়াড় সুনীল ছেত্রীসহ একাধিক ফুটবলার প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন বাইরে।
বিষয়টি জানাজানি হওয়ার পর বেঙ্গালুরুকে মালদ্বীপ ছাড়তে চাপ এসেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। পরে বেঙ্গালুরুকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ। টুইটারে তিনি লিখেছেন, ‘এএফসি ও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ না মেনে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুকে দ্রুত মালদ্বীপ ছাড়তে হবে। তাদের এই আচরণ আমরা মানতে পারছি না। জনগণের চাপ আর মামলা হজম করেও আমরা প্রতিশ্রুতি মেনে কয়েক মাস আগে টুর্নামেন্ট আয়োজনে রাজী হয়েছিলাম।’
পরে আরেক টুইট বার্তায় মাহলুফ নিশ্চিত করেন এএফসির সঙ্গে আলোচনা করেই স্থগিত করা হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। স্থগিত হওয়া খেলা কবে সেটা এখনো ঠিক হয়নি। গত বছর করোনার কারণেই বাতিল হয়েছিল এএফসি কাপ।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ সেকেন্ড আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে