রোমাঞ্চকর জয়ে বছর শেষ করল চেলসি। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারেনি ব্লুজরা। লুটন টাউন ঘরের সমর্থকদের সামনে যেভাবে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল, শেষদিকে দুশ্চিন্তা পেয়ে বসে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
শেষ মুহূর্তে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে বসেছিল চেলসি। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। কোল পালমারের জোড়া গোলে পচেত্তিনোর দল জিতেছে ৩-২ গোলে। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা দুই জয় পাওয়া চেলসির পয়েন্ট ২০ ম্যাচে ২৮, তালিকায় আছে ১০ নম্বরে। লুটন ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে।
নতুন বছরে চেলসি প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠ ৬ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে, প্রিস্টনের সঙ্গে। তবে সেটি লিগে নয়; এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আর লিগে খেলবে ফুলহামের বিপক্ষে, ১৩ জানুয়ারি।
আজ কেনিলওর্থ রোডে চেলসি এগিয়ে যায় ১২ মিনিটে। লুটনের ইসা কাবোরে বল ক্লিয়ার করতে গিয়ে দিয়ে বসেন পালমারকে। বল পেয়ে চেলসি উইঙ্গার গোলরক্ষরক টমাস কামিনস্কিকে পরাস্ত করে এগিয়ে দেন দলকে। ৭০ মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী পালমার। তার আগে ইংলিশ উইঙ্গার ৩৭ মিনিটে ননি মাদুয়েকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।
বিরতির পরও নিজেদের দাপট দেখাচ্ছিল পচেত্তিনোর দল। তবে সব ভণ্ডুল হয়ে যেতে বসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে আলফি ডটির কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন রস বার্কলে। লুটন দ্বিতীয় গোলটি পায় এর ৭ মিনিট পর। এলিজা আদেবাউয়ের গোলে সমতায় ফেরার স্বপ্নও দেখতে থাকে তারা। হঠাৎ দুই গোল খেয়ে হতভম্ব হয়ে পড়েছিল চেলসি। তবে যোগ করা সময়ে আর কোনো গোল করতে পারেনি লুটন।
রোমাঞ্চকর জয়ে বছর শেষ করল চেলসি। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারেনি ব্লুজরা। লুটন টাউন ঘরের সমর্থকদের সামনে যেভাবে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল, শেষদিকে দুশ্চিন্তা পেয়ে বসে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
শেষ মুহূর্তে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে বসেছিল চেলসি। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। কোল পালমারের জোড়া গোলে পচেত্তিনোর দল জিতেছে ৩-২ গোলে। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা দুই জয় পাওয়া চেলসির পয়েন্ট ২০ ম্যাচে ২৮, তালিকায় আছে ১০ নম্বরে। লুটন ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে।
নতুন বছরে চেলসি প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠ ৬ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে, প্রিস্টনের সঙ্গে। তবে সেটি লিগে নয়; এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আর লিগে খেলবে ফুলহামের বিপক্ষে, ১৩ জানুয়ারি।
আজ কেনিলওর্থ রোডে চেলসি এগিয়ে যায় ১২ মিনিটে। লুটনের ইসা কাবোরে বল ক্লিয়ার করতে গিয়ে দিয়ে বসেন পালমারকে। বল পেয়ে চেলসি উইঙ্গার গোলরক্ষরক টমাস কামিনস্কিকে পরাস্ত করে এগিয়ে দেন দলকে। ৭০ মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী পালমার। তার আগে ইংলিশ উইঙ্গার ৩৭ মিনিটে ননি মাদুয়েকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।
বিরতির পরও নিজেদের দাপট দেখাচ্ছিল পচেত্তিনোর দল। তবে সব ভণ্ডুল হয়ে যেতে বসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে আলফি ডটির কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন রস বার্কলে। লুটন দ্বিতীয় গোলটি পায় এর ৭ মিনিট পর। এলিজা আদেবাউয়ের গোলে সমতায় ফেরার স্বপ্নও দেখতে থাকে তারা। হঠাৎ দুই গোল খেয়ে হতভম্ব হয়ে পড়েছিল চেলসি। তবে যোগ করা সময়ে আর কোনো গোল করতে পারেনি লুটন।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১০ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে