ঢাকা: ব্রাজিলের দল ঘোষণার একদিন পরেই কোপা আমেরিকার দল ঘোষণা করল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের দল দিয়েছে আলবিসেলেস্তেরা। আগের দুই কোপায় তীরে এসে তরী ডুবিয়েছিল আর্জেন্টিনা। এবার তাই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার লক্ষ্য থাকবে লিওলেন মেসির।
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকবেন জোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও, লাওতারো মার্টিনেজ ও অভিজ্ঞ সার্জিও আগুয়েরো। রক্ষণ সামলানোর দায়িত্বে থাকবেন নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো মন্টিয়েল, লুকাস মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকোদের কাঁধে। লিওলেন স্কালোনির দলে মাঝমাঠের দায়িত্বে থাকবেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেডেস, জিওভান্নি লো চেলসো, আনহেল কোরেয়া, নিকোলাস ডমিনগুয়েজ।
পাওলো দিবালা বাদে সব বড় তারকাই স্কালোনির দলে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলা হুয়ান ফয়েথ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, হোসে পালোমিনো ও লুকাস ওক্যাম্পোস। করোনা আক্রান্ত হওয়ায় চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে না পারা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি দলে ফিরেছেন। কলম্বিয়ার বিপক্ষে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও দলে আছেন।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), অগাস্টিন মার্চেসিন (পোর্তো) ও হুয়ান মুসো (উদিনেসে)।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), জার্মান পেৎসেয়া, লুকাস মার্টিনেজ (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (আতালান্তা) ও নাহুয়েল মলিনা (উদিনেসে)।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেডেস, আনহেল ডি মারিয়া (পিএসজি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), জিওভান্নি লো চেলসো (টটেনহাম),এক্সেকিয়েল পালসিওস (বেয়ার লেভারকুসেন), নিকোলাস গঞ্জালেস (স্টুর্টগাট), রদ্রিগো ডি পল (উদিনেসে), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস ডমিনগুয়েজ (বোলোনিয়া)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জোয়াকিন কোরেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন) ও সার্জিও আগুয়েরো (বার্সেলোনা)।
ঢাকা: ব্রাজিলের দল ঘোষণার একদিন পরেই কোপা আমেরিকার দল ঘোষণা করল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের দল দিয়েছে আলবিসেলেস্তেরা। আগের দুই কোপায় তীরে এসে তরী ডুবিয়েছিল আর্জেন্টিনা। এবার তাই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার লক্ষ্য থাকবে লিওলেন মেসির।
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকবেন জোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও, লাওতারো মার্টিনেজ ও অভিজ্ঞ সার্জিও আগুয়েরো। রক্ষণ সামলানোর দায়িত্বে থাকবেন নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো মন্টিয়েল, লুকাস মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকোদের কাঁধে। লিওলেন স্কালোনির দলে মাঝমাঠের দায়িত্বে থাকবেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেডেস, জিওভান্নি লো চেলসো, আনহেল কোরেয়া, নিকোলাস ডমিনগুয়েজ।
পাওলো দিবালা বাদে সব বড় তারকাই স্কালোনির দলে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলা হুয়ান ফয়েথ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, হোসে পালোমিনো ও লুকাস ওক্যাম্পোস। করোনা আক্রান্ত হওয়ায় চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে না পারা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি দলে ফিরেছেন। কলম্বিয়ার বিপক্ষে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও দলে আছেন।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), অগাস্টিন মার্চেসিন (পোর্তো) ও হুয়ান মুসো (উদিনেসে)।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), জার্মান পেৎসেয়া, লুকাস মার্টিনেজ (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (আতালান্তা) ও নাহুয়েল মলিনা (উদিনেসে)।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেডেস, আনহেল ডি মারিয়া (পিএসজি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), জিওভান্নি লো চেলসো (টটেনহাম),এক্সেকিয়েল পালসিওস (বেয়ার লেভারকুসেন), নিকোলাস গঞ্জালেস (স্টুর্টগাট), রদ্রিগো ডি পল (উদিনেসে), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস ডমিনগুয়েজ (বোলোনিয়া)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জোয়াকিন কোরেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন) ও সার্জিও আগুয়েরো (বার্সেলোনা)।
জিম্বাবুয়েকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে—বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে অনেকেই মজা করে এমনটা বলেন। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির এক মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি গতকাল শেষ হয়েছে ১-১ সমতায়।
৪ মিনিট আগেইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৩ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগে