Ajker Patrika

৪ বছর পর প্রিমিয়ার লিগে আরামবাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরামবাগ ক্রীড়া সংঘ। ছবি: সংগৃহীত
আরামবাগ ক্রীড়া সংঘ। ছবি: সংগৃহীত

আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।

চ্যাম্পিয়নশিপ লিগে আজ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আরামবাগ। লিগ শেষ হতে এখনো বাকি দুই ম্যাচ। তবে এক পয়েন্ট পেয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা। ১৬ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দলটি। সমান তিনে থাকা সিটি ক্লাবের সংগ্রহ সমান ম্যাচে ২৭ পয়েন্ট।

২০২০-২১ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ৮ পয়েন্ট নিয়ে অবনমিত হয়েছিল আরামবাগ। পরে প্রমাণ পাতানো খেলায় জড়িত তারা। তাই সিনিয়র ডিভিশন ফুটবল থেকে আবার নতুন করে শুরু করতে হয় তাদের। আরামবাগের আগে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে পিডব্লিউডি। ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। শিরোপা থেকে আর মাত্র একটি জয় দূরে আছে ক্লাবটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত