নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোখ যেদিকে যায় সেখানেই দেখা মেলে সাদা জার্সির। অনুমিতভাবে ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিও ছেয়ে গেছে সাদা সমুদ্রে। অনেকে আবার সকাল থেকে এসেই দাঁড়িয়েছেন লাইনে। সবার প্রত্যাশা একই-বাংলাদেশের জয়। আজ সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে উন্মাদনা সৃষ্টি হয়েছে অনেক আগে থেকেই। তাই তো ঈদের ছুটিতেও দূর দুরান্ত থেকে এসেছেন দর্শক।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আসা অ্যাডভোকেট মোশারফ হোসেন বলেন, ‘ফিরোজ কামাল একাডেমি থেকে আমরা ১৬-১৭ জন ফুটবলার নিয়ে খেলা দেখতে এসেছি। ইনশা আল্লাহ ২-১ গোলে জিতব। এ ছাড়া আমাদের পরিচিত আরেকটি একাডেমি থেকে বেশ কয়েকজন এসেছে।’
হামজা চৌধুরী-শমিত শোমদের খেলা দেখতে চট্টগ্রাম থেকে সকালে ঢাকায় এসেছেন মারুফ ইসলাম। ‘ফ্যান্টাস্টিক ফোর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে তিনি বলেন, ‘ম্যাচ দেখার জন্য ঢাকায় এসেছি। ফ্যান্টাস্টিক ফোর নামে মারভেলের একটি সিনেমা রয়েছে। আমার কাছে ফ্যান্টাস্টিক ফোর হলো জামাল, হামজা, শমিত ও ফাহামিদুল। আশা করি আমরা ২-১ গোলে জিতব। প্রতিপক্ষকে একটু হলেও সম্মান দেওয়া দরকার। আমি চাই ফাহামিদুল গোল করুক। হামজাকে গোল করতে হবে না, সে অ্যাসিস্ট করলেই যথেষ্ট। এ ছাড়া শমিতের কাছেও অ্যাসিস্ট চাই।’
দুপুর ২টার দিকে গেট খোলার কথা থাকলেও তা খুলেছে আধ ঘণ্টা পর। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে স্টেডিয়ামে প্রবেশ করেন ৬৮ বছর বয়সী মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘আমার ছেলে ব্যাংকে চাকরি করে, সে টিকিট কিনে দিয়েছে। অনেক আগে থেকেই খেলা দেখি। আমি চাই বাংলাদেশ জিতুক।’
কনটেন্ট ক্রিয়েটর সিহাব হাসান নিয়ন বলেন, ‘আমার চাওয়া বাংলাদেশ যেন জিতে। যত গোলেই হোক সেটা কোনো সমস্যা নেই। ১-০ গোলে হলেও আমি সন্তুষ্ট থাকব। তবে জেতাটা গুরুত্বপূর্ণ।’
১১ বছরের ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে খেলা দেখতে এসেছেন মাসুদ। তাঁর ছেলে খানজাদার ঘুম কেড়ে নিয়েছে এই ম্যাচ, ‘হামজা আমার প্রিয় খেলোয়াড়। ২-১ গোলে জিতব। ম্যাচ দেখার রোমাঞ্চে গত তিন দিন ধরে ঘুমাতে পারিনি।’
৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয় আল আমিনের। বাবা আমিনুলের ইসলামের আশা সিঙ্গাপুরের বিপক্ষেও খেলার সুযোগ পাবেন ছেলে, ‘ছেলের খেলা দেখতে এসেছি খুবই ভালো লাগছে। আরও ভালো লাগবে যদি আমার ছেলে ম্যাচের শুরু থেকে খেলে। বাড়ি থেকে আজই এসেছি খেলা দেখার আশায়। আশা করি, গোল করতে পারবে ইনশা আল্লাহ। হামজার ঘাড়ের ওপরে উঠে স্বপ্ন পূরণ করবে।’
চোখ যেদিকে যায় সেখানেই দেখা মেলে সাদা জার্সির। অনুমিতভাবে ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিও ছেয়ে গেছে সাদা সমুদ্রে। অনেকে আবার সকাল থেকে এসেই দাঁড়িয়েছেন লাইনে। সবার প্রত্যাশা একই-বাংলাদেশের জয়। আজ সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে উন্মাদনা সৃষ্টি হয়েছে অনেক আগে থেকেই। তাই তো ঈদের ছুটিতেও দূর দুরান্ত থেকে এসেছেন দর্শক।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আসা অ্যাডভোকেট মোশারফ হোসেন বলেন, ‘ফিরোজ কামাল একাডেমি থেকে আমরা ১৬-১৭ জন ফুটবলার নিয়ে খেলা দেখতে এসেছি। ইনশা আল্লাহ ২-১ গোলে জিতব। এ ছাড়া আমাদের পরিচিত আরেকটি একাডেমি থেকে বেশ কয়েকজন এসেছে।’
হামজা চৌধুরী-শমিত শোমদের খেলা দেখতে চট্টগ্রাম থেকে সকালে ঢাকায় এসেছেন মারুফ ইসলাম। ‘ফ্যান্টাস্টিক ফোর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে তিনি বলেন, ‘ম্যাচ দেখার জন্য ঢাকায় এসেছি। ফ্যান্টাস্টিক ফোর নামে মারভেলের একটি সিনেমা রয়েছে। আমার কাছে ফ্যান্টাস্টিক ফোর হলো জামাল, হামজা, শমিত ও ফাহামিদুল। আশা করি আমরা ২-১ গোলে জিতব। প্রতিপক্ষকে একটু হলেও সম্মান দেওয়া দরকার। আমি চাই ফাহামিদুল গোল করুক। হামজাকে গোল করতে হবে না, সে অ্যাসিস্ট করলেই যথেষ্ট। এ ছাড়া শমিতের কাছেও অ্যাসিস্ট চাই।’
দুপুর ২টার দিকে গেট খোলার কথা থাকলেও তা খুলেছে আধ ঘণ্টা পর। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে স্টেডিয়ামে প্রবেশ করেন ৬৮ বছর বয়সী মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ‘আমার ছেলে ব্যাংকে চাকরি করে, সে টিকিট কিনে দিয়েছে। অনেক আগে থেকেই খেলা দেখি। আমি চাই বাংলাদেশ জিতুক।’
কনটেন্ট ক্রিয়েটর সিহাব হাসান নিয়ন বলেন, ‘আমার চাওয়া বাংলাদেশ যেন জিতে। যত গোলেই হোক সেটা কোনো সমস্যা নেই। ১-০ গোলে হলেও আমি সন্তুষ্ট থাকব। তবে জেতাটা গুরুত্বপূর্ণ।’
১১ বছরের ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে খেলা দেখতে এসেছেন মাসুদ। তাঁর ছেলে খানজাদার ঘুম কেড়ে নিয়েছে এই ম্যাচ, ‘হামজা আমার প্রিয় খেলোয়াড়। ২-১ গোলে জিতব। ম্যাচ দেখার রোমাঞ্চে গত তিন দিন ধরে ঘুমাতে পারিনি।’
৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয় আল আমিনের। বাবা আমিনুলের ইসলামের আশা সিঙ্গাপুরের বিপক্ষেও খেলার সুযোগ পাবেন ছেলে, ‘ছেলের খেলা দেখতে এসেছি খুবই ভালো লাগছে। আরও ভালো লাগবে যদি আমার ছেলে ম্যাচের শুরু থেকে খেলে। বাড়ি থেকে আজই এসেছি খেলা দেখার আশায়। আশা করি, গোল করতে পারবে ইনশা আল্লাহ। হামজার ঘাড়ের ওপরে উঠে স্বপ্ন পূরণ করবে।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১২ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে