Ajker Patrika

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের রেফারি একজন ‘পুলিশ ইন্সপেক্টর’

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২০: ৩১
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের রেফারি একজন ‘পুলিশ ইন্সপেক্টর’

স্টেডিয়াম ৯৭৪–এ বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ পোল্যান্ডের জন্যও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। হেরে গেলে রবার্তো লেভানডফস্কির দলকে তাকিয়ে থাকতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের ফলের দিকে।

পোল্যান্ডের বিপক্ষে জিতলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর্জেন্টিনা। ড্র করলে লিওনেল মেসিদের ভাগ্যও নির্ধারণ হবে সৌদি-মেক্সিকো ম্যাচের ফলের ওপর। যদি আর্জেন্টিনা হেরে যায়, এখানেই শেষ হয়ে যেতে পারে আলবিসেলেস্তেদের এবারের বিশ্বকাপ অভিযান। হয় তো আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানতে পারেন মেসিও!

গুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ড্যানি ডেসমন্ড মেকেলিয়ে। যিনি এক সময় নেদারল্যান্ডসের পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ফুটবলকে ভালোবেসে রেফারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। মেকেলিয়ে ২০১১ সালে ফিফার তালিকভুক্ত রেফারি হন।

মেসিদের ম্যাচে মেকেলিয়ের সহকারী ম্যাচ পরিচালক হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্তিনেজ।

মেকেলিয়ে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কর্মরত আছেন। তিনি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে সহকারী ভিডিও রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ইউরোপা লিগ ২০১৯-২০ মৌসুমে সেভিয়া-ইন্টার মিলানের মধ্যকার ফাইনালেও মূল রেফারি ছিলেন।

ইউরো-২০২০ এর সেমিফাইনালে ইংল্যান্ড-ডেনমার্ক ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মেকেলিয়ে। চলতি বিশ্বকাপে স্পেন-জার্মানি ম্যাচও পরিচালনা করেছেন এই ডাচ রেফারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত