এবারের মৌসুমে এতই বাজে পারফরম্যান্স যে অন্তর্বর্তীকালীন কোচকেও বরখাস্ত করতে হলো টটেনহামের। গত মাসের শেষের দিকে ছাঁটাই হন পূর্ণকালীন কোচ আন্তোনিও কন্তে। পরে তাঁর জায়গায় ক্রিস্টিয়ান স্টেল্লিনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় টটেনহাম। কিন্তু এবার তিনিও বরখাস্ত হলেন।
এক মাসের মাথায় স্টেল্লিনিকে ছাঁটাই করেছে টটেনহাম। তাঁর পরিবর্তে এবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন রায়ান ম্যাসন। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে থাকলেও এবারের মৌসুমে পারফরম্যান্স একদম বাজে টটেনহামের।
স্টেল্লিনির ছাঁটাই নিয়ে টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলছেন, ‘নিউক্যাসলের বিপক্ষ ৬-১ গোলের ফল অগ্রহণযোগ্য। দেখতে বিধ্বংসী ছিল। এটি কেন ঘটেছে তার কারণ হিসেবে আমরা অনেক কিছু বলতে পারি। সম্মিলিতভাবে বোর্ড, কোচ, খেলোয়াড় এবং আমাকে এর দায়িত্ব নিতে হবে। তবে শেষ পর্যন্ত দায়ভার আমার।’
পরে স্টেল্লিনিকে শুভকামনা জানিয়ে লেভি আরও বলেছেন, ‘ক্রিস্টিয়ান মৌসুমের কঠিন এক সময়ে দায়িত্ব নিয়েছে। এ জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। পেশাদারি মনোভাব দেখিয়ে সে এবং তার কোচিং স্টাফরা এমন একটি চ্যালেঞ্জিং সময়ে দলকে পরিচালনা করেছে।’
শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে বিধ্বস্ত হওয়াতেই অবশ্য স্টেল্লিনির ছাঁটাই নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। প্রতিপক্ষের মাঠে সেদিন ৬-১ গোলে বিধ্বস্ত হয় টটেনহাম, যা এবারের মৌসুমে তাদের সবচেয়ে বড় পরাজয়। ৬ গোলের ৫টি আবারও ম্যাচ শুরুর ২১ মিনিটেই হজম করে তারা, যার ফল ৪ ম্যাচ পরেই দায়িত্ব থেকে ছাঁটাই হলেন স্টেল্লিনি।
এবারের মৌসুমে এতই বাজে পারফরম্যান্স যে অন্তর্বর্তীকালীন কোচকেও বরখাস্ত করতে হলো টটেনহামের। গত মাসের শেষের দিকে ছাঁটাই হন পূর্ণকালীন কোচ আন্তোনিও কন্তে। পরে তাঁর জায়গায় ক্রিস্টিয়ান স্টেল্লিনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় টটেনহাম। কিন্তু এবার তিনিও বরখাস্ত হলেন।
এক মাসের মাথায় স্টেল্লিনিকে ছাঁটাই করেছে টটেনহাম। তাঁর পরিবর্তে এবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন রায়ান ম্যাসন। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে থাকলেও এবারের মৌসুমে পারফরম্যান্স একদম বাজে টটেনহামের।
স্টেল্লিনির ছাঁটাই নিয়ে টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলছেন, ‘নিউক্যাসলের বিপক্ষ ৬-১ গোলের ফল অগ্রহণযোগ্য। দেখতে বিধ্বংসী ছিল। এটি কেন ঘটেছে তার কারণ হিসেবে আমরা অনেক কিছু বলতে পারি। সম্মিলিতভাবে বোর্ড, কোচ, খেলোয়াড় এবং আমাকে এর দায়িত্ব নিতে হবে। তবে শেষ পর্যন্ত দায়ভার আমার।’
পরে স্টেল্লিনিকে শুভকামনা জানিয়ে লেভি আরও বলেছেন, ‘ক্রিস্টিয়ান মৌসুমের কঠিন এক সময়ে দায়িত্ব নিয়েছে। এ জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। পেশাদারি মনোভাব দেখিয়ে সে এবং তার কোচিং স্টাফরা এমন একটি চ্যালেঞ্জিং সময়ে দলকে পরিচালনা করেছে।’
শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে বিধ্বস্ত হওয়াতেই অবশ্য স্টেল্লিনির ছাঁটাই নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। প্রতিপক্ষের মাঠে সেদিন ৬-১ গোলে বিধ্বস্ত হয় টটেনহাম, যা এবারের মৌসুমে তাদের সবচেয়ে বড় পরাজয়। ৬ গোলের ৫টি আবারও ম্যাচ শুরুর ২১ মিনিটেই হজম করে তারা, যার ফল ৪ ম্যাচ পরেই দায়িত্ব থেকে ছাঁটাই হলেন স্টেল্লিনি।
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
৩১ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে