এবারের মৌসুমে এতই বাজে পারফরম্যান্স যে অন্তর্বর্তীকালীন কোচকেও বরখাস্ত করতে হলো টটেনহামের। গত মাসের শেষের দিকে ছাঁটাই হন পূর্ণকালীন কোচ আন্তোনিও কন্তে। পরে তাঁর জায়গায় ক্রিস্টিয়ান স্টেল্লিনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় টটেনহাম। কিন্তু এবার তিনিও বরখাস্ত হলেন।
এক মাসের মাথায় স্টেল্লিনিকে ছাঁটাই করেছে টটেনহাম। তাঁর পরিবর্তে এবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন রায়ান ম্যাসন। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে থাকলেও এবারের মৌসুমে পারফরম্যান্স একদম বাজে টটেনহামের।
স্টেল্লিনির ছাঁটাই নিয়ে টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলছেন, ‘নিউক্যাসলের বিপক্ষ ৬-১ গোলের ফল অগ্রহণযোগ্য। দেখতে বিধ্বংসী ছিল। এটি কেন ঘটেছে তার কারণ হিসেবে আমরা অনেক কিছু বলতে পারি। সম্মিলিতভাবে বোর্ড, কোচ, খেলোয়াড় এবং আমাকে এর দায়িত্ব নিতে হবে। তবে শেষ পর্যন্ত দায়ভার আমার।’
পরে স্টেল্লিনিকে শুভকামনা জানিয়ে লেভি আরও বলেছেন, ‘ক্রিস্টিয়ান মৌসুমের কঠিন এক সময়ে দায়িত্ব নিয়েছে। এ জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। পেশাদারি মনোভাব দেখিয়ে সে এবং তার কোচিং স্টাফরা এমন একটি চ্যালেঞ্জিং সময়ে দলকে পরিচালনা করেছে।’
শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে বিধ্বস্ত হওয়াতেই অবশ্য স্টেল্লিনির ছাঁটাই নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। প্রতিপক্ষের মাঠে সেদিন ৬-১ গোলে বিধ্বস্ত হয় টটেনহাম, যা এবারের মৌসুমে তাদের সবচেয়ে বড় পরাজয়। ৬ গোলের ৫টি আবারও ম্যাচ শুরুর ২১ মিনিটেই হজম করে তারা, যার ফল ৪ ম্যাচ পরেই দায়িত্ব থেকে ছাঁটাই হলেন স্টেল্লিনি।
এবারের মৌসুমে এতই বাজে পারফরম্যান্স যে অন্তর্বর্তীকালীন কোচকেও বরখাস্ত করতে হলো টটেনহামের। গত মাসের শেষের দিকে ছাঁটাই হন পূর্ণকালীন কোচ আন্তোনিও কন্তে। পরে তাঁর জায়গায় ক্রিস্টিয়ান স্টেল্লিনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় টটেনহাম। কিন্তু এবার তিনিও বরখাস্ত হলেন।
এক মাসের মাথায় স্টেল্লিনিকে ছাঁটাই করেছে টটেনহাম। তাঁর পরিবর্তে এবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন রায়ান ম্যাসন। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পাঁচে থাকলেও এবারের মৌসুমে পারফরম্যান্স একদম বাজে টটেনহামের।
স্টেল্লিনির ছাঁটাই নিয়ে টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলছেন, ‘নিউক্যাসলের বিপক্ষ ৬-১ গোলের ফল অগ্রহণযোগ্য। দেখতে বিধ্বংসী ছিল। এটি কেন ঘটেছে তার কারণ হিসেবে আমরা অনেক কিছু বলতে পারি। সম্মিলিতভাবে বোর্ড, কোচ, খেলোয়াড় এবং আমাকে এর দায়িত্ব নিতে হবে। তবে শেষ পর্যন্ত দায়ভার আমার।’
পরে স্টেল্লিনিকে শুভকামনা জানিয়ে লেভি আরও বলেছেন, ‘ক্রিস্টিয়ান মৌসুমের কঠিন এক সময়ে দায়িত্ব নিয়েছে। এ জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। পেশাদারি মনোভাব দেখিয়ে সে এবং তার কোচিং স্টাফরা এমন একটি চ্যালেঞ্জিং সময়ে দলকে পরিচালনা করেছে।’
শেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে বিধ্বস্ত হওয়াতেই অবশ্য স্টেল্লিনির ছাঁটাই নিয়ে গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। প্রতিপক্ষের মাঠে সেদিন ৬-১ গোলে বিধ্বস্ত হয় টটেনহাম, যা এবারের মৌসুমে তাদের সবচেয়ে বড় পরাজয়। ৬ গোলের ৫টি আবারও ম্যাচ শুরুর ২১ মিনিটেই হজম করে তারা, যার ফল ৪ ম্যাচ পরেই দায়িত্ব থেকে ছাঁটাই হলেন স্টেল্লিনি।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে