টানা দুই বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির শঙ্কা ছিল ইউরোতে খেলা নিয়েও। শেষ পর্যন্ত অবশ্য সেই শঙ্কা কাটিয়ে সুযোগ পেয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে। জার্মানিতে হতে যাওয়া টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
কিন্তু শিরোপা ধরে রাখার মিশনে কঠিন এক গ্রুপে পড়েছে ইতালি। আগামী ইউরোর সবচেয়ে কঠিন গ্রুপ ‘বি’তে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল হামবুর্গে ইউরো ড্র অনুষ্ঠানে তাদের গ্রুপে পড়েছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও ক্রোয়েশিয়ার সঙ্গে আলবেনিয়া। গত কয়েক বছর ধরেই দুর্দান্ত ছন্দে আছেন স্পেন ও ক্রোয়েশিয়া। এ জন্যই এই গ্রুপকে ‘মৃত্যুকূপ’ বলা হচ্ছে।
আগামী বছরের জুন-জুলাইয়ে এবারের ইউরো অনুষ্ঠিত হবে জার্মানিতে। স্বাগতিক জার্মানি আছে গ্রুপ ‘এ’তে। তাদের সঙ্গী স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড। স্বাগতিকেরা সহজ গ্রুপে পড়লেও বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সেরটা সহজ নয়। গ্রুপ ‘ডি’তে তাদের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া। আরেকটি দল প্লে-অফ এ থেকে আসবে। যেখানে সুযোগ রয়েছে পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড ও এস্তোনিয়ার।
অন্যদিকে ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালও তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। শেষ গ্রুপ ‘এফ’য়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের সঙ্গী তুরস্ক, চেক প্রজাতন্ত্র। আর বিক দলটি প্লে-অফ সি থেকে আসবে। জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান ও লুক্সেমবার্গের মধ্যে থেকে একটি দল। আর সর্বশেষ আসরের রানার্সআপ ইংল্যান্ড গ্রুপ ‘সি’তে সঙ্গী হিসেবে পেয়েছে ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়াকে।
২০২৪ ইউরো ড্র—
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া
গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া
গ্রুপ ডি: ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে-অফ এ
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ বি
গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ সি
টানা দুই বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির শঙ্কা ছিল ইউরোতে খেলা নিয়েও। শেষ পর্যন্ত অবশ্য সেই শঙ্কা কাটিয়ে সুযোগ পেয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে। জার্মানিতে হতে যাওয়া টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
কিন্তু শিরোপা ধরে রাখার মিশনে কঠিন এক গ্রুপে পড়েছে ইতালি। আগামী ইউরোর সবচেয়ে কঠিন গ্রুপ ‘বি’তে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল হামবুর্গে ইউরো ড্র অনুষ্ঠানে তাদের গ্রুপে পড়েছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও ক্রোয়েশিয়ার সঙ্গে আলবেনিয়া। গত কয়েক বছর ধরেই দুর্দান্ত ছন্দে আছেন স্পেন ও ক্রোয়েশিয়া। এ জন্যই এই গ্রুপকে ‘মৃত্যুকূপ’ বলা হচ্ছে।
আগামী বছরের জুন-জুলাইয়ে এবারের ইউরো অনুষ্ঠিত হবে জার্মানিতে। স্বাগতিক জার্মানি আছে গ্রুপ ‘এ’তে। তাদের সঙ্গী স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড। স্বাগতিকেরা সহজ গ্রুপে পড়লেও বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সেরটা সহজ নয়। গ্রুপ ‘ডি’তে তাদের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া। আরেকটি দল প্লে-অফ এ থেকে আসবে। যেখানে সুযোগ রয়েছে পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড ও এস্তোনিয়ার।
অন্যদিকে ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালও তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। শেষ গ্রুপ ‘এফ’য়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের সঙ্গী তুরস্ক, চেক প্রজাতন্ত্র। আর বিক দলটি প্লে-অফ সি থেকে আসবে। জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান ও লুক্সেমবার্গের মধ্যে থেকে একটি দল। আর সর্বশেষ আসরের রানার্সআপ ইংল্যান্ড গ্রুপ ‘সি’তে সঙ্গী হিসেবে পেয়েছে ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়াকে।
২০২৪ ইউরো ড্র—
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া
গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া
গ্রুপ ডি: ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে-অফ এ
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ বি
গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ সি
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে