আজকের পত্রিকা ডেস্ক
এত আক্রমণ অথচ গোল দূরে থাক, উল্টো ১-০ গোলে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ। এমনটা কিছুতেই যেন মানতে পারছেন না স্বাগতিক দলের কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশার কথাই শোনালেন তিনি।
পুরো ম্যাচে মালদ্বীপ হাতেগোনা কয়েকটি আক্রমণ করেছে। তার মধ্যে ১৮ মিনিটে গোলও আদায় করে নেয় তারা। কিন্তু যে সেট পিচ নিয়ে এত পড়াশোনা, সেখানেই কিনা ভুল করে বসলেন ইসা-সাদরা। আর সেট পিচের ভুল প্রসঙ্গে কাবরেরার মন্তব্য, ‘আমরা বারবার সেট পিসে গোল খাচ্ছি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এমনভাবে গোল খেয়েছিলাম। এই একটা জায়গায় বারবার শিখিয়েও কাজ হচ্ছে না।ব্যাপারটা দুশ্চিন্তা ও হতাশার।’
শনিবার কিংস অ্যারেনায় দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা কাবরেরার। যদিও এমন হার বেমানান লাগছে তাঁর কাছে, ’আমরা আক্রমণে গিয়েছি, গোলের সুযোগ তৈরি করেছি, বল হারালে আবার বলের দখল নিয়েছি, গোলটাই শুধু বাকি ছিল। এ ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে পারত, আমরা যদি জিততাম তাহলে আমাদের তিন-চারটা গোলে জেতা উচিত ছিল।’
এই ডিসেম্বরে বাফুফের সঙ্গে চুক্তি শেষ কাবরেরার। সে জন্য মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ তাঁর জন্য মহাগুরুত্বপূর্ণ। কিন্তু প্রথমটিই হেরে গেলেন তাঁর শিষ্যরা। এখন দ্বিতীয় ম্যাচে কেমন করেন মোরসালিনরা সেটাই দেখার অপেক্ষা।
এত আক্রমণ অথচ গোল দূরে থাক, উল্টো ১-০ গোলে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ। এমনটা কিছুতেই যেন মানতে পারছেন না স্বাগতিক দলের কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশার কথাই শোনালেন তিনি।
পুরো ম্যাচে মালদ্বীপ হাতেগোনা কয়েকটি আক্রমণ করেছে। তার মধ্যে ১৮ মিনিটে গোলও আদায় করে নেয় তারা। কিন্তু যে সেট পিচ নিয়ে এত পড়াশোনা, সেখানেই কিনা ভুল করে বসলেন ইসা-সাদরা। আর সেট পিচের ভুল প্রসঙ্গে কাবরেরার মন্তব্য, ‘আমরা বারবার সেট পিসে গোল খাচ্ছি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এমনভাবে গোল খেয়েছিলাম। এই একটা জায়গায় বারবার শিখিয়েও কাজ হচ্ছে না।ব্যাপারটা দুশ্চিন্তা ও হতাশার।’
শনিবার কিংস অ্যারেনায় দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা কাবরেরার। যদিও এমন হার বেমানান লাগছে তাঁর কাছে, ’আমরা আক্রমণে গিয়েছি, গোলের সুযোগ তৈরি করেছি, বল হারালে আবার বলের দখল নিয়েছি, গোলটাই শুধু বাকি ছিল। এ ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে পারত, আমরা যদি জিততাম তাহলে আমাদের তিন-চারটা গোলে জেতা উচিত ছিল।’
এই ডিসেম্বরে বাফুফের সঙ্গে চুক্তি শেষ কাবরেরার। সে জন্য মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ তাঁর জন্য মহাগুরুত্বপূর্ণ। কিন্তু প্রথমটিই হেরে গেলেন তাঁর শিষ্যরা। এখন দ্বিতীয় ম্যাচে কেমন করেন মোরসালিনরা সেটাই দেখার অপেক্ষা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে