আগামীকাল রাতে অগ্নিপরীক্ষায় নামবে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছে জুলিয়ান নাগেলসমানের দল। সেদিন ভিয়ারিয়ালের আগ্রাসী ফুটবলের সামনে বারবার খেই হারিয়েছে বায়ার্ন। আগামীকাল রাতে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় সেই হারে শোধ নেওয়ার চ্যালেঞ্জ বায়ার্নের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বায়ার্ন সমর্থকেরা। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে নাকি রাজি হয়ে গেছেন বায়ার্নের প্রাণভোমরা রবার্ট লেভানডফস্কি। চ্যাম্পিয়স লিগের শেষ আটের ম্যাচের আগে এই বোমা ফাটিয়েছেন পোলিশ সাংবাদিক সেবাস্তিয়ান স্তাসজেস্কি।
কদিন ধরেই লেভার বার্সায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে স্তাসজেস্কি জানালেন, এই গুঞ্জন এখন বাস্তবতা। তিন বছরের চুক্তিতে বার্সায় খেলতে যাবেন সময়ের অন্যতম এই স্ট্রাইকার। দুই পক্ষের মধ্যে চূড়ান্ত কথাও হয়ে গেছে।
এর আগে বার্সার পক্ষ থেকে বলা হয়েছিল, তারা শীর্ষ স্থানীয় নাম্বার নাইনের খোঁজে আছে। সে সময় আর্লিং হালান্ডকে নিয়েও অনেক কথা শোনা গিয়েছিল। তবে এরপর আলাপের মোড় ঘুরে যায়। বিশেষ করে স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ আসার পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সা। যার ধারাবাহিকতায় আগামী মৌসুমে শক্তি বাড়াতে এখন লেভাকেই দলে টানছে কাতালান পরাশক্তিরা।
স্তাসজেস্কি বলেছেন, লেভাকে দলে পেতে প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল চুক্তি প্রস্তাব করেছিল। তবে লেভা এই তিন ক্লাবের বদলে বার্সাতে যাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
ইউরোপীয় ক্লাব ফুটবলের দলবদলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। নিশ্চিত সিদ্ধান্তও এখানে বদলে যেতে সময় লাগে না। লেভার ক্ষেত্রেও তেমন কিছু হয় কি না সেটাই দেখার অপেক্ষা।
আগামীকাল রাতে অগ্নিপরীক্ষায় নামবে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছে জুলিয়ান নাগেলসমানের দল। সেদিন ভিয়ারিয়ালের আগ্রাসী ফুটবলের সামনে বারবার খেই হারিয়েছে বায়ার্ন। আগামীকাল রাতে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় সেই হারে শোধ নেওয়ার চ্যালেঞ্জ বায়ার্নের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বায়ার্ন সমর্থকেরা। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে নাকি রাজি হয়ে গেছেন বায়ার্নের প্রাণভোমরা রবার্ট লেভানডফস্কি। চ্যাম্পিয়স লিগের শেষ আটের ম্যাচের আগে এই বোমা ফাটিয়েছেন পোলিশ সাংবাদিক সেবাস্তিয়ান স্তাসজেস্কি।
কদিন ধরেই লেভার বার্সায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে স্তাসজেস্কি জানালেন, এই গুঞ্জন এখন বাস্তবতা। তিন বছরের চুক্তিতে বার্সায় খেলতে যাবেন সময়ের অন্যতম এই স্ট্রাইকার। দুই পক্ষের মধ্যে চূড়ান্ত কথাও হয়ে গেছে।
এর আগে বার্সার পক্ষ থেকে বলা হয়েছিল, তারা শীর্ষ স্থানীয় নাম্বার নাইনের খোঁজে আছে। সে সময় আর্লিং হালান্ডকে নিয়েও অনেক কথা শোনা গিয়েছিল। তবে এরপর আলাপের মোড় ঘুরে যায়। বিশেষ করে স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ আসার পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সা। যার ধারাবাহিকতায় আগামী মৌসুমে শক্তি বাড়াতে এখন লেভাকেই দলে টানছে কাতালান পরাশক্তিরা।
স্তাসজেস্কি বলেছেন, লেভাকে দলে পেতে প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল চুক্তি প্রস্তাব করেছিল। তবে লেভা এই তিন ক্লাবের বদলে বার্সাতে যাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
ইউরোপীয় ক্লাব ফুটবলের দলবদলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। নিশ্চিত সিদ্ধান্তও এখানে বদলে যেতে সময় লাগে না। লেভার ক্ষেত্রেও তেমন কিছু হয় কি না সেটাই দেখার অপেক্ষা।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৪ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩১ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে