Ajker Patrika

বাঁচা-মরার ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল বায়ার্ন সমর্থকেরা

বাঁচা-মরার ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল বায়ার্ন সমর্থকেরা

আগামীকাল রাতে অগ্নিপরীক্ষায় নামবে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছে জুলিয়ান নাগেলসমানের দল। সেদিন ভিয়ারিয়ালের আগ্রাসী ফুটবলের সামনে বারবার খেই হারিয়েছে বায়ার্ন। আগামীকাল রাতে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় সেই হারে শোধ নেওয়ার চ্যালেঞ্জ বায়ার্নের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বায়ার্ন সমর্থকেরা। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে নাকি রাজি হয়ে গেছেন বায়ার্নের প্রাণভোমরা রবার্ট লেভানডফস্কি। চ্যাম্পিয়স লিগের শেষ আটের ম্যাচের আগে এই বোমা ফাটিয়েছেন পোলিশ সাংবাদিক সেবাস্তিয়ান স্তাসজেস্কি। 

কদিন ধরেই লেভার বার্সায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে স্তাসজেস্কি জানালেন, এই গুঞ্জন এখন বাস্তবতা। তিন বছরের চুক্তিতে বার্সায় খেলতে যাবেন সময়ের অন্যতম এই স্ট্রাইকার। দুই পক্ষের মধ্যে চূড়ান্ত কথাও হয়ে গেছে। 

এর আগে বার্সার পক্ষ থেকে বলা হয়েছিল, তারা শীর্ষ স্থানীয় নাম্বার নাইনের খোঁজে আছে। সে সময় আর্লিং হালান্ডকে নিয়েও অনেক কথা শোনা গিয়েছিল। তবে এরপর আলাপের মোড় ঘুরে যায়। বিশেষ করে স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ আসার পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সা। যার ধারাবাহিকতায় আগামী মৌসুমে শক্তি বাড়াতে এখন লেভাকেই দলে টানছে কাতালান পরাশক্তিরা। 

স্তাসজেস্কি বলেছেন, লেভাকে দলে পেতে প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল চুক্তি প্রস্তাব করেছিল। তবে লেভা এই তিন ক্লাবের বদলে বার্সাতে যাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। 

ইউরোপীয় ক্লাব ফুটবলের দলবদলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। নিশ্চিত সিদ্ধান্তও এখানে বদলে যেতে সময় লাগে না। লেভার ক্ষেত্রেও তেমন কিছু হয় কি না সেটাই দেখার অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ