Ajker Patrika

কোরিয়ার খেলোয়াড়কে কেন চুপ করতে বলেছিলেন রোনালদো

কোরিয়ার খেলোয়াড়কে কেন চুপ করতে বলেছিলেন রোনালদো

নিজেকে যেন লাইমলাইটে রাখতে পছন্দ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, রোনালদো মানেই যেন সংবাদের শিরোনাম। এবারের বিশ্বকাপেও তিনি নানা ঘটনায় আলোচিত হচ্ছেন। গতকাল দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন পর্তুগিজ এই তারকা। 

এডুকেশন সিটি স্টেডিয়ামে গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামে পর্তুগাল। এই ম্যাচে এক কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন রোনালদো। প্রতিপক্ষ খেলোয়াড় তাঁকে মাঠ ছাড়তে বলেছিলেন বলে জানিয়েছেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড বলেন, ‘কোরিয়ার খেলোয়াড় আমাকে মাঠ ছাড়তে বলেছিল এবং আমি তাকে চুপ করতে বলেছিলাম কারণ তার কোনো অধিকার নেই। এখানে বিতর্কের কিছু নেই। রাগের মাথায় হয়ে গেছে। যা হয়েছে তা মাঠ পর্যন্তই।’ 

পিছিয়ে থেকে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে পর্তুগাল। ৬ ডিসেম্বর শেষ ষোলোর ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। রোনালদোর মতে, এখন দ্বিতীয় রাউন্ড নিয়ে ভাবা উচিত পর্তুগালের। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার সবাইকে এক হতে হবে। আমরা পরের রাউন্ডে উঠে গেছি। শুধু খেলোয়াড়দেরই নয়, পর্তুগালের লোকদেরও আত্মবিশ্বাসী হতে হবে।’ 

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯৪ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২০ ম্যাচে করেছেন ৮ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত