Ajker Patrika

ম্যানইউকে জয়ে ফেরাল রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিক

ম্যানইউকে জয়ে ফেরাল রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিক

৩২ মিনিটের মধ্যে জোড়া গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবু কিনা জয় নিয়ে দুর্ভাবনায় পড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড! ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা নরউইচ সিটি দুই গোল হজমের পর দারুণভাবে ফিরে আসে ম্যাচে। শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়নি রেড ডেভিলসদের। ৭৬ মিনিটে জয়সূচক গোল করে ম্যানইউকে উচ্ছ্বাসে ভাসান সেই রোনালদোই।

পর্তুগিজ তারকার তিনটা গোলই হলো দেখার মতো। একটা গোলের তুলনা হতে পারে অন্যটা। ম্যাচের শেষ দিকে ৩৫ গজি দূরত্বের ফ্রি-কিক থেকে দারুণ এক শটে শেষবারের মতো নরউইচ সিটির জাল কাঁপান রোনালদো। তাঁর প্রথম গোলটা ম্যাচের ৭ মিনিটে। ২৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ যুবরাজ। ম্যাচটা ওখানেই শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু নরউইচ সিটির ঘুম ভাঙল দুই গোল হজমের পর। 

প্রথমার্ধের শেষ দিকে ম্যানইউকে একটি গোলের শোধ দেন কিয়েরান ডাওয়েল। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ২-২ করেন টিমু পুক্কি। কিন্তু সমতায় ফিরলেও নরউইচ সিটির শেষ রক্ষা হয়নি। সেই রোনালদোই তাদের স্বপ্নের প্রত্যাবর্তন মাটি করে দেন। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ে ফিরল ম্যানইউ। লিগের চলতি মৌসুমে এটা তাদের ১৫ তম জয়। থ্রিলার জয়ে দুই ধাপ এগিয়ে রোনালদোরা উঠে এলেন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট তাঁদের। 

ম্যানইউর উৎসব কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে লিগের অন্য ম্যাচে চার ও ছয় নম্বরে থাকা টটেনহাম হটস্পার ও আর্সেনাল হেরে যাওয়ায়। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে টটেনহাম হেরেছে ১-০ গোলে। একই ব্যবধানে সাউদাম্পটনের মাঠে গিয়ে আবার হেরেছে আর্সেনাল। লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল গানাররা। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে নেমেছে আর্সেনাল। তবে ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকল টটেনহাম। শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের পয়েন্ট যথাক্রমে ৭৪ ও ৭৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত