নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এএফসি কাপ খেলতে সেই মে মাস থেকে অধীর অপেক্ষায় ছিল বসুন্ধরা কিংস। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল গতকাল। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা বুঝিয়ে দিল, গ্রুপ সেরাই হতে মালদ্বীপে এসেছে তাঁরা। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টই তুলে নিয়েছে তারা। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল।
মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে কাল মাজিয়ার বিপক্ষে ৪-১-৪-১ ফরমেশনে দল সাজান বসুন্ধরা কোচ ব্রুজোন। চোট নিয়ে ভাবনা থাকলেও তাঁকে স্বস্তি দিয়ে কাল ম্যাচের শুরু থেকেই খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। বসুন্ধরার আক্রমণভাগের লাতিন আমেরিকান ‘ত্রয়ী’ পুরো ম্যাচেই নাচিয়েছেন মাজিয়ার রক্ষণভাগকে।
অথচ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়তে পারত বসুন্ধরা। অতিথি দলের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় মিনিটেই আক্রমণে গিয়েছিল মাজিয়া। স্বাগতিক মিডফিল্ডার আইসাম ইব্রাহিমের শট বার ওপরের দিয়ে চলে যায় মাঠের বাইরে।
অবশ্য সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ খুঁজে পেয়েছেন বসুন্ধরার খেলোয়াড়রা। প্রথম সাফল্য আসে ২৫ মিনিটে। বলতে গেলে গোলটা উপহার দিয়েছে মাজিয়া। নিজেদের অর্ধ থেকে ইরানি মিডফিল্ডার খালেদ শাফেঈ লম্বা ক্রস বাড়িয়েছিলেন বেসেরার দিকে। তাঁকে মার্কিংয়ে থাকা মাজিয়া ডিফেন্ডার মোহামদ ইরুফান বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়িয়ে দেন জালে।
৩৯ মিনিটে একক প্রচেষ্টায় বসুন্ধরা কিংসকে দুই গোলের লিড এনে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানানোর পর গোলমুখে জোরালো নেন এই উইঙ্গার। সেটি ঠেকানোর সাধ্য ছিল না মাজিয়া গোলরক্ষকের।
পরের অর্ধে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় প্রথমার্ধের ওই দুই গোলের সুবাদে হাসিমুখেই মাঠ ছাড়ে বসুন্ধরা। বাংলাদেশ সেরাদের পরের ম্যাচ আগামী শনিবার ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে।
কালকের ম্যাচ শেষে বসুন্ধরার মিডফিল্ডার মাসুক মিয়া জনি জানালেন তাঁর তৃপ্তির কথা, 'শুরুতে চাপ অনুভব করেছিলাম। তবে ২০ মিনিট পর নিজেদের গুছিয়ে নিতে পেরেছি। প্রথম গোলটা পাওয়ার পরেই বুঝে নিয়েছি, আমরা জিততে চলেছি। জয় দিয়ে শুরু করতে পারায় খুব ভালো লাগছে।'
এএফসি কাপ খেলতে সেই মে মাস থেকে অধীর অপেক্ষায় ছিল বসুন্ধরা কিংস। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল গতকাল। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা বুঝিয়ে দিল, গ্রুপ সেরাই হতে মালদ্বীপে এসেছে তাঁরা। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টই তুলে নিয়েছে তারা। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল।
মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে কাল মাজিয়ার বিপক্ষে ৪-১-৪-১ ফরমেশনে দল সাজান বসুন্ধরা কোচ ব্রুজোন। চোট নিয়ে ভাবনা থাকলেও তাঁকে স্বস্তি দিয়ে কাল ম্যাচের শুরু থেকেই খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। বসুন্ধরার আক্রমণভাগের লাতিন আমেরিকান ‘ত্রয়ী’ পুরো ম্যাচেই নাচিয়েছেন মাজিয়ার রক্ষণভাগকে।
অথচ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়তে পারত বসুন্ধরা। অতিথি দলের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় মিনিটেই আক্রমণে গিয়েছিল মাজিয়া। স্বাগতিক মিডফিল্ডার আইসাম ইব্রাহিমের শট বার ওপরের দিয়ে চলে যায় মাঠের বাইরে।
অবশ্য সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ খুঁজে পেয়েছেন বসুন্ধরার খেলোয়াড়রা। প্রথম সাফল্য আসে ২৫ মিনিটে। বলতে গেলে গোলটা উপহার দিয়েছে মাজিয়া। নিজেদের অর্ধ থেকে ইরানি মিডফিল্ডার খালেদ শাফেঈ লম্বা ক্রস বাড়িয়েছিলেন বেসেরার দিকে। তাঁকে মার্কিংয়ে থাকা মাজিয়া ডিফেন্ডার মোহামদ ইরুফান বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়িয়ে দেন জালে।
৩৯ মিনিটে একক প্রচেষ্টায় বসুন্ধরা কিংসকে দুই গোলের লিড এনে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানানোর পর গোলমুখে জোরালো নেন এই উইঙ্গার। সেটি ঠেকানোর সাধ্য ছিল না মাজিয়া গোলরক্ষকের।
পরের অর্ধে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় প্রথমার্ধের ওই দুই গোলের সুবাদে হাসিমুখেই মাঠ ছাড়ে বসুন্ধরা। বাংলাদেশ সেরাদের পরের ম্যাচ আগামী শনিবার ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে।
কালকের ম্যাচ শেষে বসুন্ধরার মিডফিল্ডার মাসুক মিয়া জনি জানালেন তাঁর তৃপ্তির কথা, 'শুরুতে চাপ অনুভব করেছিলাম। তবে ২০ মিনিট পর নিজেদের গুছিয়ে নিতে পেরেছি। প্রথম গোলটা পাওয়ার পরেই বুঝে নিয়েছি, আমরা জিততে চলেছি। জয় দিয়ে শুরু করতে পারায় খুব ভালো লাগছে।'
সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
২ ঘণ্টা আগে