নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এএফসি কাপ খেলতে সেই মে মাস থেকে অধীর অপেক্ষায় ছিল বসুন্ধরা কিংস। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল গতকাল। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা বুঝিয়ে দিল, গ্রুপ সেরাই হতে মালদ্বীপে এসেছে তাঁরা। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টই তুলে নিয়েছে তারা। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল।
মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে কাল মাজিয়ার বিপক্ষে ৪-১-৪-১ ফরমেশনে দল সাজান বসুন্ধরা কোচ ব্রুজোন। চোট নিয়ে ভাবনা থাকলেও তাঁকে স্বস্তি দিয়ে কাল ম্যাচের শুরু থেকেই খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। বসুন্ধরার আক্রমণভাগের লাতিন আমেরিকান ‘ত্রয়ী’ পুরো ম্যাচেই নাচিয়েছেন মাজিয়ার রক্ষণভাগকে।
অথচ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়তে পারত বসুন্ধরা। অতিথি দলের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় মিনিটেই আক্রমণে গিয়েছিল মাজিয়া। স্বাগতিক মিডফিল্ডার আইসাম ইব্রাহিমের শট বার ওপরের দিয়ে চলে যায় মাঠের বাইরে।
অবশ্য সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ খুঁজে পেয়েছেন বসুন্ধরার খেলোয়াড়রা। প্রথম সাফল্য আসে ২৫ মিনিটে। বলতে গেলে গোলটা উপহার দিয়েছে মাজিয়া। নিজেদের অর্ধ থেকে ইরানি মিডফিল্ডার খালেদ শাফেঈ লম্বা ক্রস বাড়িয়েছিলেন বেসেরার দিকে। তাঁকে মার্কিংয়ে থাকা মাজিয়া ডিফেন্ডার মোহামদ ইরুফান বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়িয়ে দেন জালে।
৩৯ মিনিটে একক প্রচেষ্টায় বসুন্ধরা কিংসকে দুই গোলের লিড এনে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানানোর পর গোলমুখে জোরালো নেন এই উইঙ্গার। সেটি ঠেকানোর সাধ্য ছিল না মাজিয়া গোলরক্ষকের।
পরের অর্ধে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় প্রথমার্ধের ওই দুই গোলের সুবাদে হাসিমুখেই মাঠ ছাড়ে বসুন্ধরা। বাংলাদেশ সেরাদের পরের ম্যাচ আগামী শনিবার ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে।
কালকের ম্যাচ শেষে বসুন্ধরার মিডফিল্ডার মাসুক মিয়া জনি জানালেন তাঁর তৃপ্তির কথা, 'শুরুতে চাপ অনুভব করেছিলাম। তবে ২০ মিনিট পর নিজেদের গুছিয়ে নিতে পেরেছি। প্রথম গোলটা পাওয়ার পরেই বুঝে নিয়েছি, আমরা জিততে চলেছি। জয় দিয়ে শুরু করতে পারায় খুব ভালো লাগছে।'
এএফসি কাপ খেলতে সেই মে মাস থেকে অধীর অপেক্ষায় ছিল বসুন্ধরা কিংস। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল গতকাল। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা বুঝিয়ে দিল, গ্রুপ সেরাই হতে মালদ্বীপে এসেছে তাঁরা। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টই তুলে নিয়েছে তারা। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল।
মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে কাল মাজিয়ার বিপক্ষে ৪-১-৪-১ ফরমেশনে দল সাজান বসুন্ধরা কোচ ব্রুজোন। চোট নিয়ে ভাবনা থাকলেও তাঁকে স্বস্তি দিয়ে কাল ম্যাচের শুরু থেকেই খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। বসুন্ধরার আক্রমণভাগের লাতিন আমেরিকান ‘ত্রয়ী’ পুরো ম্যাচেই নাচিয়েছেন মাজিয়ার রক্ষণভাগকে।
অথচ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়তে পারত বসুন্ধরা। অতিথি দলের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় মিনিটেই আক্রমণে গিয়েছিল মাজিয়া। স্বাগতিক মিডফিল্ডার আইসাম ইব্রাহিমের শট বার ওপরের দিয়ে চলে যায় মাঠের বাইরে।
অবশ্য সময় বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ খুঁজে পেয়েছেন বসুন্ধরার খেলোয়াড়রা। প্রথম সাফল্য আসে ২৫ মিনিটে। বলতে গেলে গোলটা উপহার দিয়েছে মাজিয়া। নিজেদের অর্ধ থেকে ইরানি মিডফিল্ডার খালেদ শাফেঈ লম্বা ক্রস বাড়িয়েছিলেন বেসেরার দিকে। তাঁকে মার্কিংয়ে থাকা মাজিয়া ডিফেন্ডার মোহামদ ইরুফান বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়িয়ে দেন জালে।
৩৯ মিনিটে একক প্রচেষ্টায় বসুন্ধরা কিংসকে দুই গোলের লিড এনে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানানোর পর গোলমুখে জোরালো নেন এই উইঙ্গার। সেটি ঠেকানোর সাধ্য ছিল না মাজিয়া গোলরক্ষকের।
পরের অর্ধে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় প্রথমার্ধের ওই দুই গোলের সুবাদে হাসিমুখেই মাঠ ছাড়ে বসুন্ধরা। বাংলাদেশ সেরাদের পরের ম্যাচ আগামী শনিবার ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে।
কালকের ম্যাচ শেষে বসুন্ধরার মিডফিল্ডার মাসুক মিয়া জনি জানালেন তাঁর তৃপ্তির কথা, 'শুরুতে চাপ অনুভব করেছিলাম। তবে ২০ মিনিট পর নিজেদের গুছিয়ে নিতে পেরেছি। প্রথম গোলটা পাওয়ার পরেই বুঝে নিয়েছি, আমরা জিততে চলেছি। জয় দিয়ে শুরু করতে পারায় খুব ভালো লাগছে।'
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৩৫ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে