সেন্ট জেমস পার্কের প্রথম ২১ মিনিট দেখেই বোঝা গিয়েছে নিউক্যাসল-টটেনহামের ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ম্যাচ শেষে অনুমেয় ফলটাই হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে হেরেছে টটেনহাম। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।
গত ম্যাচে নিজেদের মাঠ হটস্পারে বোর্নমাউথের কাছে ৩-২ গোলের পরাজয় ভুলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল টটেনহামের। ঘুরে দাঁড়ানো তো হয়নি উল্টো নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচ শুরু হতে না হতেই ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে হ্যারি কেইন-সন হিয়ুং-মিনরা।
জ্যাকব মারফির গোলে নিজেদের দর্শকদের সামনে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর তো গোল উৎসব শুরু করে তারা। ২১ মিনিটের মধ্যে পাঁচ গোল দিয়ে বসে টটেনহামের জালে। ৯ মিনিটে মারফির দ্বিতীয় গোলের আগে এক গোল করেন জোলিন্টন। আর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলেক্সজান্ডার ইসাক। পাঁচ গোল হজম করেন তখন অকুল পাথারের মতো টটেনহাম।
তবে বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হজম করেনি টটেনহাম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এক গোল শোধ করেন অধিনায়ক কেইন। তখন মনে হয়েছিল হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ম্যাচ শেষে সেটিই তাঁদের প্রথম ও শেষ গোল হয়ে থাকে। এর মাঝে উল্টো আরও একটি গোল হজম করে বসে টটেনহাম। ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন নিউক্যাসলের স্ট্রাইকার কালাম উইলসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এবারের মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দেখল টটেনহাম। নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হারার আগে মৌসুমের বড় হারটি ছিল লেস্টার সিটির বিপক্ষে। ১১ ফেব্রুয়ারির ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচে থাকা দল।
এ হারে অবশ্য পয়েন্ট তালিকায় আগের জায়গাই ধরে রেখেছে টটেনহাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে আছে তারা। অন্যদিকে নিউক্যাসল এ ম্যাচের তিন পয়েন্টসহ ৫৯ পয়েন্টে তিনে। শুরু থেকেই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে।
সেন্ট জেমস পার্কের প্রথম ২১ মিনিট দেখেই বোঝা গিয়েছে নিউক্যাসল-টটেনহামের ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ম্যাচ শেষে অনুমেয় ফলটাই হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে হেরেছে টটেনহাম। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।
গত ম্যাচে নিজেদের মাঠ হটস্পারে বোর্নমাউথের কাছে ৩-২ গোলের পরাজয় ভুলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল টটেনহামের। ঘুরে দাঁড়ানো তো হয়নি উল্টো নিউক্যাসলের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। ম্যাচ শুরু হতে না হতেই ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে হ্যারি কেইন-সন হিয়ুং-মিনরা।
জ্যাকব মারফির গোলে নিজেদের দর্শকদের সামনে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর তো গোল উৎসব শুরু করে তারা। ২১ মিনিটের মধ্যে পাঁচ গোল দিয়ে বসে টটেনহামের জালে। ৯ মিনিটে মারফির দ্বিতীয় গোলের আগে এক গোল করেন জোলিন্টন। আর তিন মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলেক্সজান্ডার ইসাক। পাঁচ গোল হজম করেন তখন অকুল পাথারের মতো টটেনহাম।
তবে বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হজম করেনি টটেনহাম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এক গোল শোধ করেন অধিনায়ক কেইন। তখন মনে হয়েছিল হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ম্যাচ শেষে সেটিই তাঁদের প্রথম ও শেষ গোল হয়ে থাকে। এর মাঝে উল্টো আরও একটি গোল হজম করে বসে টটেনহাম। ৬৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক দেন নিউক্যাসলের স্ট্রাইকার কালাম উইলসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এবারের মৌসুমে সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় দেখল টটেনহাম। নিউক্যাসলের কাছে ৬-১ গোলে হারার আগে মৌসুমের বড় হারটি ছিল লেস্টার সিটির বিপক্ষে। ১১ ফেব্রুয়ারির ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল বর্তমানে পয়েন্ট তালিকার পাঁচে থাকা দল।
এ হারে অবশ্য পয়েন্ট তালিকায় আগের জায়গাই ধরে রেখেছে টটেনহাম। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্টে পাঁচে আছে তারা। অন্যদিকে নিউক্যাসল এ ম্যাচের তিন পয়েন্টসহ ৫৯ পয়েন্টে তিনে। শুরু থেকেই মৌসুমে দুর্দান্ত খেলা দলটি এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে