শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় ম্যানচেস্টার সিটি নয়, ইউনাইটেডেই ফিরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের গ্রীষ্মকালীন দলবদলের চিত্রটাই এমন মুহুর্মুহু নাটকীয়তায় ভরপুর। সিটি কিনতে পারেনি হ্যারি কেনকেও। শেষ মুহূর্তে ১৮০ ডিগ্রি ঘুরে কেনের টটেনহামে থেকে যাওয়ার সিদ্ধান্তে হতাশ হতে হয় সিটি সমর্থকদের।
চোখের সামনে দিয়ে যখন অন্য ক্লাবগুলো একের পর এক তারকা দলে বেড়াচ্ছে, টাকার বস্তা হাতে নিয়েও তা চেয়ে চেয়ে দেখছে ম্যান সিটি! তবে কেন-রোনালদোদের কিনতে না পারার আক্ষেপ নেই ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলার। বরং দলের বর্তমান স্কোয়াড নিয়ে দারুণ তৃপ্ত তিনি।
সিটির নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডে রোনালদোর ফেরার রাতে দল নিয়ে নিজের তৃপ্তির কথা জানিয়েছেন গার্দিওলা। বলেছেন, ‘স্কোয়াড নিয়ে আমি দারুণ খুশি। বলতে পারেন, অনেক বেশি তৃপ্ত। আমাদের দলটা এখনো আগের মতোই, শুধু সার্জিও (আগুয়েরো) চলে গেছে। আমরা জ্যাককে (গ্রিলিশ) পেয়েছি।’
সিটি এবার সেই অর্থে বড় তারকা কিনতে পারেনি। এবারের মৌসুমে তাদের বড় চুক্তি রেকর্ড ১০০ মিলিয়ন ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলা অধিনায়ক জ্যাক গ্রিলিশকে দলে নেওয়া। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত একটা ইউরো কাটানো কেন এই মৌসুমে সিটিতে আসার ব্যাপারে সবচেয়ে এগিয়ে ছিলেন। যদিও গত সপ্তাহের শেষ দিকে নাটকীয় মোড়ে ইংলিশ অধিনায়ক জানিয়ে দেন এই গ্রীষ্মে তিনি টটেনহামেই থাকছেন।
কেনকে না পাওয়ায় ক্ষোভ আছে ম্যান সিটির। সেটা আরও পরিষ্কার হলো সিটির কোচ গার্দিওলার কথায়, ‘ক্লাব (ম্যান সিটি) সবকিছুই চেষ্টা করেছে। তবে টটেনহামের বিষয়ে আমরা আর কোনো কথাই বলতে চাই না। একটাও না। কারণ তারা আলোচনা করতে চায় না। যখন একটা ক্লাব আলোচনা করতে চায় না, তাদের সম্পর্কে বলার কিছু নেই।’
শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় ম্যানচেস্টার সিটি নয়, ইউনাইটেডেই ফিরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের গ্রীষ্মকালীন দলবদলের চিত্রটাই এমন মুহুর্মুহু নাটকীয়তায় ভরপুর। সিটি কিনতে পারেনি হ্যারি কেনকেও। শেষ মুহূর্তে ১৮০ ডিগ্রি ঘুরে কেনের টটেনহামে থেকে যাওয়ার সিদ্ধান্তে হতাশ হতে হয় সিটি সমর্থকদের।
চোখের সামনে দিয়ে যখন অন্য ক্লাবগুলো একের পর এক তারকা দলে বেড়াচ্ছে, টাকার বস্তা হাতে নিয়েও তা চেয়ে চেয়ে দেখছে ম্যান সিটি! তবে কেন-রোনালদোদের কিনতে না পারার আক্ষেপ নেই ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলার। বরং দলের বর্তমান স্কোয়াড নিয়ে দারুণ তৃপ্ত তিনি।
সিটির নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডে রোনালদোর ফেরার রাতে দল নিয়ে নিজের তৃপ্তির কথা জানিয়েছেন গার্দিওলা। বলেছেন, ‘স্কোয়াড নিয়ে আমি দারুণ খুশি। বলতে পারেন, অনেক বেশি তৃপ্ত। আমাদের দলটা এখনো আগের মতোই, শুধু সার্জিও (আগুয়েরো) চলে গেছে। আমরা জ্যাককে (গ্রিলিশ) পেয়েছি।’
সিটি এবার সেই অর্থে বড় তারকা কিনতে পারেনি। এবারের মৌসুমে তাদের বড় চুক্তি রেকর্ড ১০০ মিলিয়ন ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলা অধিনায়ক জ্যাক গ্রিলিশকে দলে নেওয়া। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত একটা ইউরো কাটানো কেন এই মৌসুমে সিটিতে আসার ব্যাপারে সবচেয়ে এগিয়ে ছিলেন। যদিও গত সপ্তাহের শেষ দিকে নাটকীয় মোড়ে ইংলিশ অধিনায়ক জানিয়ে দেন এই গ্রীষ্মে তিনি টটেনহামেই থাকছেন।
কেনকে না পাওয়ায় ক্ষোভ আছে ম্যান সিটির। সেটা আরও পরিষ্কার হলো সিটির কোচ গার্দিওলার কথায়, ‘ক্লাব (ম্যান সিটি) সবকিছুই চেষ্টা করেছে। তবে টটেনহামের বিষয়ে আমরা আর কোনো কথাই বলতে চাই না। একটাও না। কারণ তারা আলোচনা করতে চায় না। যখন একটা ক্লাব আলোচনা করতে চায় না, তাদের সম্পর্কে বলার কিছু নেই।’
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৬ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে