গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন মার্কাস রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন জোড়া গোল। রাশফোর্ডের জোড়া গোলে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় জয়ে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো রেড ডেভিলদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লেস্টার সিটি ও ম্যান ইউ। ডেভিড দি গিয়া ইউনাইটেডের গোলপোস্ট বেশ দারুণ সামলেছেন। ম্যাচের ৮ মিনিটে লেস্টার সিটির মিডফিল্ডার হার্ভে বার্নস সরাসরি গোল করার সুযোগ পেলেও হতাশ করেছেন দি গিয়া। এরপর বেশ কয়েকবার ইউনাইটেডের রক্ষণদুর্গে হানা দিয়েও গোলমুখ খুলতে পারেনি ফক্সরা। ২০ মিনিটে ইউনাইটেডকে আরও একবার বাঁচিয়েছেন ডি গিয়া। কেলেসি ইহিয়ানাচোর গোল দুর্দান্তভাবে সেইভ করেছেন ম্যান ইউ গোলরক্ষক। এর ঠিক ৫ মিনিট পরই গোলের দেখা পায় রেড ডেভিলরা। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন রাশফোর্ড। এরপর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দিয়েগো দালোত। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ম্যান ইউ। ৫১ মিনিটে রাশফোর্ড গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেননি। তবে গোল করতে খুব বেশি সময় নেননি ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ৫৬ মিনিটে ফ্রেডের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন রাশফোর্ড। যদিও এই গোলের সিদ্ধান্ত দিতে রেফারিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিতে হয়েছে। ৬১ মিনিটে ব্যবধান তিনগুণ করে রেড ডেভিলরা। ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন জাদোন সানচো। ৮৮ মিনিটে ইউনাইটেডের চতুর্থ গোল হওয়ার সুযোগ ছিল। তবে বাউট ওয়েগহোর্স্ট গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেছেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় পায় রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচ খেলে সিটিজেনদের পয়েন্ট ৫২। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ২৩ ম্যাচে ১৭ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে গানার্সদের পয়েন্ট এখন ৫৪।
গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন মার্কাস রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন জোড়া গোল। রাশফোর্ডের জোড়া গোলে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় জয়ে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো রেড ডেভিলদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লেস্টার সিটি ও ম্যান ইউ। ডেভিড দি গিয়া ইউনাইটেডের গোলপোস্ট বেশ দারুণ সামলেছেন। ম্যাচের ৮ মিনিটে লেস্টার সিটির মিডফিল্ডার হার্ভে বার্নস সরাসরি গোল করার সুযোগ পেলেও হতাশ করেছেন দি গিয়া। এরপর বেশ কয়েকবার ইউনাইটেডের রক্ষণদুর্গে হানা দিয়েও গোলমুখ খুলতে পারেনি ফক্সরা। ২০ মিনিটে ইউনাইটেডকে আরও একবার বাঁচিয়েছেন ডি গিয়া। কেলেসি ইহিয়ানাচোর গোল দুর্দান্তভাবে সেইভ করেছেন ম্যান ইউ গোলরক্ষক। এর ঠিক ৫ মিনিট পরই গোলের দেখা পায় রেড ডেভিলরা। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন রাশফোর্ড। এরপর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দিয়েগো দালোত। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ম্যান ইউ। ৫১ মিনিটে রাশফোর্ড গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেননি। তবে গোল করতে খুব বেশি সময় নেননি ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ৫৬ মিনিটে ফ্রেডের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন রাশফোর্ড। যদিও এই গোলের সিদ্ধান্ত দিতে রেফারিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিতে হয়েছে। ৬১ মিনিটে ব্যবধান তিনগুণ করে রেড ডেভিলরা। ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন জাদোন সানচো। ৮৮ মিনিটে ইউনাইটেডের চতুর্থ গোল হওয়ার সুযোগ ছিল। তবে বাউট ওয়েগহোর্স্ট গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেছেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় পায় রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচ খেলে সিটিজেনদের পয়েন্ট ৫২। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ২৩ ম্যাচে ১৭ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে গানার্সদের পয়েন্ট এখন ৫৪।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে