Ajker Patrika

সিটিকে শীর্ষে তুললেন হালান্ড

ক্রীড়া ডেস্ক    
গোল উদ্‌যাপনে ছুটে যাচ্ছেন হালান্ড। ছবি: এএফপি
গোল উদ্‌যাপনে ছুটে যাচ্ছেন হালান্ড। ছবি: এএফপি

স্পার্তা প্রাহার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে অ্যাক্রোবেটিক গোলে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন আর্লিং হালান্ড। সেই ম্যাচে জোড়া গোলে ম্যানচেস্টার সিটির বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নরওয়েজীয় স্ট্রাইকার। এবার প্রিমিয়ার লিগেও সিটিজেনদের জয় এনে দিলেন তিনি।

আজ নিজেদের মাঠ ইতিহাদে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। সিটির একমাত্র গোলটি করেন হালান্ড। ম্যাচের পঞ্চম মিনিটে মিডফিল্ডার ম্যাথুস নুনেসের পাস থেকে জাল খুঁজে নেন ২৪ বছর বয়সী তারকা। এই ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা।

এই জয়ে লিভারপুলকে টপকে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেও উঠে এলো সিটি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। তবে আগামীকাল আর্সেনালের বিপক্ষে তাদের মাঠ এমিরেটসে জিতলে আবারও সিংহাসন দখল করবে অলরেডরা। সিটির চেয়ে ১ ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে আর্নে স্লটের দল।

বুন্দেসলিগায় শুরুতে এগিয়ে যাওয়ার পরও অগসবার্গের বিপক্ষে তাদের মাঠে ২-১ গোলে হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড। এ নিয়ে এগিয়ে যাওয়ার পরও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল নুরি শাহিনের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত