ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলির পয়েন্ট ৯৪। ৪৪ ম্যাচ খেলে লিডসও পেয়েছে ৯৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে লিডস। দুইয়ে অবস্থান করলে বার্নলি। বার্নলি, লিডসের সমান ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৬। ২ পয়েন্ট কাটা না গেলে অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত হামজার দলের। এখন বাকি দুই ম্যাচ জিতলে ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই।
টার্ফ মুরে গতকাল বার্নলির বিপক্ষে শেফিল্ডের একাদশে পুরো ৯০ মিনিট খেলেছেন হামজা। ২৮ মিনিটের সময়ই ধাক্কা খায় শেফিল্ড। বার্নলি মিডফিল্ডার জশ ব্রাউনহিল গোল করে স্বাগতিকদের উদযাপনের উপলক্ষ্য এনে দেন। বার্নলি আরেক মিডফিল্ডার জশ কালেন প্রথমে শট নিলে সেটা শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার কোনোরকমে ফিরিয়ে দিয়েছেন। ফিরতি সুযোগে গোল করেন ব্রাউনহিল।
সমতায় ফিরতে হামজাদের লেগেছে ৯ মিনিট। ৩৭ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ফরোয়ার্ড টমাস ক্যানন। প্রথমার্ধেই এগিয়ে গেছে বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করেন বার্নলি মিডফিল্ডার ব্রাউনহিল। ম্যাচের এই তিন গোল হয়েছে প্রথমার্ধেই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্নলি।
শেফিল্ডের অবশ্য প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ থাকছে এখনো। নকআউট প্লে-অফে দুই ম্যাচ জিততে হবে হামজাদের। সেই দুই ম্যাচে শেফিল্ডের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আর চ্যাম্পিয়নশিপে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে মুখোমুখি হবে শেফিল্ড-স্টোক সিটি। ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে হামজারা খেলবেন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।
আরও খবর পড়ুন:
ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলির পয়েন্ট ৯৪। ৪৪ ম্যাচ খেলে লিডসও পেয়েছে ৯৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে লিডস। দুইয়ে অবস্থান করলে বার্নলি। বার্নলি, লিডসের সমান ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৬। ২ পয়েন্ট কাটা না গেলে অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকত হামজার দলের। এখন বাকি দুই ম্যাচ জিতলে ৯২ পয়েন্টের বেশি পাওয়ার সম্ভাবনা নেই।
টার্ফ মুরে গতকাল বার্নলির বিপক্ষে শেফিল্ডের একাদশে পুরো ৯০ মিনিট খেলেছেন হামজা। ২৮ মিনিটের সময়ই ধাক্কা খায় শেফিল্ড। বার্নলি মিডফিল্ডার জশ ব্রাউনহিল গোল করে স্বাগতিকদের উদযাপনের উপলক্ষ্য এনে দেন। বার্নলি আরেক মিডফিল্ডার জশ কালেন প্রথমে শট নিলে সেটা শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার কোনোরকমে ফিরিয়ে দিয়েছেন। ফিরতি সুযোগে গোল করেন ব্রাউনহিল।
সমতায় ফিরতে হামজাদের লেগেছে ৯ মিনিট। ৩৭ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ফরোয়ার্ড টমাস ক্যানন। প্রথমার্ধেই এগিয়ে গেছে বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করেন বার্নলি মিডফিল্ডার ব্রাউনহিল। ম্যাচের এই তিন গোল হয়েছে প্রথমার্ধেই। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্নলি।
শেফিল্ডের অবশ্য প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ থাকছে এখনো। নকআউট প্লে-অফে দুই ম্যাচ জিততে হবে হামজাদের। সেই দুই ম্যাচে শেফিল্ডের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। আর চ্যাম্পিয়নশিপে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। ২৫ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় বেট ৩৬৫ স্টেডিয়ামে মুখোমুখি হবে শেফিল্ড-স্টোক সিটি। ৩ মে ঘরের মাঠ ব্রামাল লেনে হামজারা খেলবেন ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে।
আরও খবর পড়ুন:
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে