Ajker Patrika

আর্মব্যান্ডের প্রতিবাদ করার শাস্তি পাচ্ছে না জার্মানি

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৫: ২৪
আর্মব্যান্ডের প্রতিবাদ করার শাস্তি পাচ্ছে না জার্মানি

প্রতিবাদের যে কত রকমের ভাষা হয়, তা-ই দেখা যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে। গতকাল জাপানের বিপক্ষে ম্যাচে ওয়ান লাভ আর্মব্যান্ড ইস্যুতে অভিনব কায়দায় প্রতিবাদ করে জার্মানি। ফিফা থেকে নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কা কাজ করছিল জার্মানি। তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোনো শাস্তি দিচ্ছে না বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

সমকামিতাকে সমর্থন দিতে কয়েক দিন আগে ওয়ান লাভ আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নিয়েছিল জার্মানিসহ ৯ ইউরোপীয় দেশ। এরপর তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে পিছু হটতে বাধ্য হয় দলগুলো। এরই প্রতিবাদ করে জার্মানি গতকাল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। মুখে হাত দিয়ে ছবি তুলেছিলেন জার্মানির ফুটবলাররা। এর ব্যাখ্যায় জার্মানি ফুটবল দল টুইটারে বলেছে, ‘এটা কোনো রাজনৈতিক বার্তা নয়। মানুষের অধিকারের ব্যাপারে কোনো আপস করা যাবে না। এই বার্তাটা তাই খুব গুরুত্বপূর্ণ। আর্মব্যান্ড পরতে না দেওয়ার মানে আমাদের মুখ বন্ধ করে দেওয়া। আমাদের জায়গায় আমরা ঠিকই আছি।’ 

জাপানের বিপক্ষে এগিয়ে থেকেও ম্যাচটা কাল হেরেছিল জার্মানি। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় এশিয়ান এই দল। তাতে ‘ই’ গ্রুপে থাকা জার্মানির জন্য পরের রাউন্ডে যাওয়া কিছুটা কঠিন হয়ে গেছে। ২৭ নভেম্বর জার্মানি খেলবে স্পেনের বিপক্ষে। আর ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত