Ajker Patrika

আর্জেন্টিনার বন্যার্তদের জন্য প্রাণ কাঁদছে মেসির

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনার বন্যার্তদের জন্য লিওনেল মেসির আবেগী পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম
আর্জেন্টিনার বন্যার্তদের জন্য লিওনেল মেসির আবেগী পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম

ভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গত রাতে আবেগঘন এক পোস্ট দিয়েছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় যা হচ্ছে, সেটা দেখে খুব খারাপ লাগছে। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। যারা এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের যেন ধৈর্য বৃদ্ধি পায়।’

আর্জেন্টিনার বুয়েনস এইরেস প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বাহিয়া ব্লাঙ্কায় চলছে প্রাণঘাতী বন্যা। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর জানা গেছে।

পরশু বন্দর নগরীতে ভারী বৃষ্টিপাতের কারণে মারাত্মক বন্যা হয়েছে। এই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই বন্যায় অসংখ্য সেতু ও রাস্তাঘাট ভেঙে গেছে। অসংখ্য মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

বন্যায় আর্জেন্টিনার বুয়েনস এইরেস শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কমপক্ষে ১,২০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটিতে পরশু ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। এটা বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ। প্রচণ্ড স্রোতে গাড়ি ভেসে যাওয়ার ঘটনা দেখা গেছে ভিডিও ফুটেজে।

আর্জেন্টিনার বন্যার্তদের জন্য লিওনেল মেসির আবেগী পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম
আর্জেন্টিনার বন্যার্তদের জন্য লিওনেল মেসির আবেগী পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টিনা যখন ভয়াবহ বন্যায় আক্রান্ত, মেসি তখন ইন্টার মায়ামির জার্সিতে খেলতে যুক্তরাষ্ট্রে ব্যস্ত। চেজ স্টেডিয়ামে গত রাতে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শার্লট এফসিকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি। ৪৬ মিনিটে গোলটি করেছেন ইন্টার মায়ামির মিডফিল্ডার তাদিও আলেন্দে। লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোলটি করেছেন আলেন্দে। মেসির সময় কেটেছে ডাগআউটে বসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত