এই জয় তো এই হার—গত কয়েক মৌসুম ধরে চেলসির পারফরম্যান্স এমনই উঠানামা করছে। এ মৌসুমেও এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। দিন তিনেক আগে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে চ্যাম্পিয়নশিপের ক্লাব মিডলসবোরোর বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে বসেছিল ব্লুজরা। সেই ক্ষত ভুলে আজ জয়ে ফিরেছে মাউরিসিও পচেত্তিনোর দল।
ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। এই কষ্টার্জিত জয়ে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ টেবিলে আটে ওঠে এলো তারা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ তম স্থানে ফুলহাম।
চেলসির একমাত্র গোলটি করেছেন কোল পালমার। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ২১ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার পাস দেন রহিম স্টার্লিংকে। তবে পেনাল্টি বক্সের ভেতর স্টার্লিংকে বাধা দিতে গিয়ে ফাউল করে বসেন ফুলহাম ডিফেন্ডার ইসা দিওপ। পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে গোলরক্ষক বের্নড লেনোকে বোকা বানিয়ে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি পালমার। গত আগস্টে চেলসিতে যোগ দেওয়ার এটি তাঁর নবম গোল।
সিরি আয় চেলসির মতো অবস্থা নাপোলিরও। গতবারের লিগ চ্যাম্পিয়নরা আজ নিজেদের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে বেঁচেছে হার থেকে। পিছিয়ে পড়েও তলানির দল সালারনিতার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে নাপোলি। এ নিয়ে সব প্রতিযোগিতা চার ম্যাচ পর জয়ের মুখ দেখল তারা।
২৯ মিনিটে পিছিয়ে পড়ে নাপোলি। প্রথমার্ধের যোগ করা চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ দেন মাত্তেও পোলিতানো। নাপোলি জয়সূচক গোলটি আসে অতিরিক্ত ষষ্ঠ মিনিটে। এ জয়ে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাপোলি।
বুন্দেসলিগায় গত পরশু জামাল মুসিয়ালার জোড়া গোলে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হফেনহেইমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ৯০ মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের শেষ গোলটি করেন হ্যারি কেইন। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে আলাভেস।
এই জয় তো এই হার—গত কয়েক মৌসুম ধরে চেলসির পারফরম্যান্স এমনই উঠানামা করছে। এ মৌসুমেও এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। দিন তিনেক আগে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে চ্যাম্পিয়নশিপের ক্লাব মিডলসবোরোর বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে বসেছিল ব্লুজরা। সেই ক্ষত ভুলে আজ জয়ে ফিরেছে মাউরিসিও পচেত্তিনোর দল।
ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। এই কষ্টার্জিত জয়ে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ টেবিলে আটে ওঠে এলো তারা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ তম স্থানে ফুলহাম।
চেলসির একমাত্র গোলটি করেছেন কোল পালমার। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ২১ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার পাস দেন রহিম স্টার্লিংকে। তবে পেনাল্টি বক্সের ভেতর স্টার্লিংকে বাধা দিতে গিয়ে ফাউল করে বসেন ফুলহাম ডিফেন্ডার ইসা দিওপ। পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে গোলরক্ষক বের্নড লেনোকে বোকা বানিয়ে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি পালমার। গত আগস্টে চেলসিতে যোগ দেওয়ার এটি তাঁর নবম গোল।
সিরি আয় চেলসির মতো অবস্থা নাপোলিরও। গতবারের লিগ চ্যাম্পিয়নরা আজ নিজেদের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে বেঁচেছে হার থেকে। পিছিয়ে পড়েও তলানির দল সালারনিতার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে নাপোলি। এ নিয়ে সব প্রতিযোগিতা চার ম্যাচ পর জয়ের মুখ দেখল তারা।
২৯ মিনিটে পিছিয়ে পড়ে নাপোলি। প্রথমার্ধের যোগ করা চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ দেন মাত্তেও পোলিতানো। নাপোলি জয়সূচক গোলটি আসে অতিরিক্ত ষষ্ঠ মিনিটে। এ জয়ে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাপোলি।
বুন্দেসলিগায় গত পরশু জামাল মুসিয়ালার জোড়া গোলে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হফেনহেইমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ৯০ মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের শেষ গোলটি করেন হ্যারি কেইন। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে আলাভেস।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৮ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে