Ajker Patrika

‘মেসি ফুটবল দেবতার উপহার’

‘মেসি ফুটবল দেবতার উপহার’

ক্যারিয়ারে সবকিছু জিতেছেন লিওনেল মেসি। বাকি ছিল শুধু বিশ্বকাপ। গতকাল নামের পাশে সেটিও যুক্ত হয়েছে। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

আগে থেকেই বিশ্বের সেরা ফুটবলার মেসি। এবার বিশ্বকাপ জিতে নিজের অমরত্ব প্রমাণ করলেন তিনি। বিশ্বকাপ জিতে সব বিতর্কের অবসান ঘটালেন সাবেক বার্সা তারকা। এতে খুদে জাদুকর শ্রেষ্ঠত্বের প্রশংসায়েও ভাসচ্ছেন। সামাজিক মাধ্যমে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের কাছ থেকে অনিঃশেষ শ্রদ্ধা পাচ্ছেন তিনি।

মেসিকে ফুটবল দেবতার উপহার বলে মনে করেন গ্যারি লিনেকার। পিএসজি তারকার প্রশংসা করতে গিয়ে ইংল্যান্ড কিংবদন্তি লিখেছেন,‘প্রায় দুই দশক ধরে লিওনেল মেসিকে দেখা একটি পরম সৌভাগ্যের। প্রতি মুহূর্তে সে জাদুকরী, শ্বাসরুদ্ধকর আনন্দময় ফুটবল উপহার দিয়েছে। সে ফুটবল ঈশ্বরদের কাছ থেকে পাওয়া একটি উপহার। ফুটবলের শীর্ষ পুরস্কারটি পাওয়ায় খুব খুশি হয়েছি। ধন্যবাদ এবং অভিনন্দন চ্যাম্প।’

চ্যাম্পিয়ন হওয়ার পর গোল্ডেন বল হাতে মেসি যখন ট্রফি ছুঁয়ে দেখছিলেন, তখনকার এক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেইমার লিখেছেন, ‘অভিনন্দন, ভাই।’

মেসিকে অপ্রতিদ্বন্দ্বী বলে শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো নাজারিও। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লিখেছেন,‘সে ফুটবলে বাকি প্রতিদ্বন্দ্বীদের এক কোণে নিক্ষেপ করেছে। অনেক ব্রাজিলিয়ানকে দেখেছি - এবং সারা বিশ্বের মানুষ - এই বৈদ্যুতিক ফাইনালে মেসির জন্য প্রার্থনা করতে। এটি প্রতিভা যোগ্য একটি বিদায়। সে বিশ্বকাপের তারকা হওয়ার বাইরেও, এক যুগের অধিনায়কত্ব করেছে। অভিনন্দন মেসি।’

ব্রাজিলের আরেক কিংবদন্তি রিভালদো লিখেছেন,‘ দারুণ খেলা, অবিশ্বাস্য বিশ্বকাপ ফাইনাল। অভিনন্দন আর্জেন্টিনা এবং আমার বন্ধু মেসিকে। ট্রফিটি তোমার দুর্দান্ত ক্যারিয়ারের মুকুট হিসাবে এসেছে।’

ইংল্যান্ডের ডেকলাইন রাইস লিখেছেন,‘লিওনেল মেসি। সর্বশ্রেষ্ঠ।’

আর সাবেক বার্সেলোনা সতীর্থ গাভি সর্বকালের সেরার ইমোজি দিয়ে লিখেছেন,‘মেসি...’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত