যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের তরুণ তুর্কি ওলেক্সান্দার জিনশেঙ্কো। আর্সেনালের দুই কিংবদন্তি থিয়েরে অঁরি ও সেস্ ফাব্রিগাসে মুগ্ধ হয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন, একদিন আর্সেনালে খেলবেন। এবারের দলবদলের বাজারে তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। বহুমুখী প্রতিভাবান জিনশেঙ্কো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৩ কোটি ১১ লাখ টাকায় গানারদের সঙ্গে চুক্তি করেছেন।
জিনশেঙ্কো গত ছয় মৌসুম কাটিয়েছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে। নতুন মৌসুম শুরুর আগে এবার যোগ দিলেন আর্সেনালে। অবশেষে স্বপ্নপূরণ করতে পেরে উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী তারকা, ‘শৈশবের স্বপ্ন সত্যি হয়েছে। ছোট থেকেই থিয়েরি অঁরি ও সেস্ ফাব্রিগাসের পাঁড়ভক্ত ছিলাম। তাঁদের খেলা দেখেই ক্লাবকে ভালোবেসেছি। আহা! সেই সময় আর্সেনাল কী দুর্দান্ত খেলত। আমি এত রোমাঞ্চিত যে ক্লাবের হয়ে খেলার জন্য অপেক্ষা সইতে পারছি না।’
আর্সেনালের ড্রেসিংরুমে জিনশেঙ্কো সাবেক ক্লাবের সহকারী কোচ মাইকেল আর্তেতা ও সতীর্থ গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গও পাবেন। এ অর্থে বলা যায়, তাঁদের পুনর্মিলনী হচ্ছে এমিরেটসের ড্রেসিংরুমে। আর্তেতা বর্তমানে গানারদের প্রধান কোচ আর ম্যানসিটি সতীর্থ জেসুস কিছুদিন আগে ক্লাবটিতে যোগ দিয়েছেন।
ব্রিটিশ স্পোর্টস কোম্পানি অপটার পরিসংখ্যান অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগে শতকরা জয়ের রেকর্ডে জিনশেঙ্কো দুই নম্বরে। যাঁরা কমপক্ষে ৫০ ম্যাচ খেলার পর দলবদল করছেন সেই তালিকাতে। জিনশেঙ্কো সিটিতে ৭৬ ম্যাচ খেলে ৬২ জয় পেয়েছেন। শতকরার হিসেবে যা ৮১ দশমিক ৬ ভাগ জয়।
শতকরা ৮২ দশমিক ১ ভাগ জয় নিয়ে এ তালিকার শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখ কিংবদন্তি আরিয়েন রোবেন। তিনি এই রেকর্ডটি গড়েছেন চেলসিতে খেলার সময়। তিন ও চার নম্বরে আছেন সিটির এমেরিক লাপোর্তে ও ফিল ফোডেন। আর পাঁচ নম্বরে লিভারপুলের নাবি কেইতার পর বাকি পাঁচজন ম্যানসিটির ফুটবলার। অর্থাৎ, লিগ চ্যাম্পিয়ন সিটিজেনদের আট ফুটবলার আছেন ১০ জনের এই তালিকায়।
যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের তরুণ তুর্কি ওলেক্সান্দার জিনশেঙ্কো। আর্সেনালের দুই কিংবদন্তি থিয়েরে অঁরি ও সেস্ ফাব্রিগাসে মুগ্ধ হয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন, একদিন আর্সেনালে খেলবেন। এবারের দলবদলের বাজারে তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। বহুমুখী প্রতিভাবান জিনশেঙ্কো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৩ কোটি ১১ লাখ টাকায় গানারদের সঙ্গে চুক্তি করেছেন।
জিনশেঙ্কো গত ছয় মৌসুম কাটিয়েছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে। নতুন মৌসুম শুরুর আগে এবার যোগ দিলেন আর্সেনালে। অবশেষে স্বপ্নপূরণ করতে পেরে উচ্ছ্বসিত ২৫ বছর বয়সী তারকা, ‘শৈশবের স্বপ্ন সত্যি হয়েছে। ছোট থেকেই থিয়েরি অঁরি ও সেস্ ফাব্রিগাসের পাঁড়ভক্ত ছিলাম। তাঁদের খেলা দেখেই ক্লাবকে ভালোবেসেছি। আহা! সেই সময় আর্সেনাল কী দুর্দান্ত খেলত। আমি এত রোমাঞ্চিত যে ক্লাবের হয়ে খেলার জন্য অপেক্ষা সইতে পারছি না।’
আর্সেনালের ড্রেসিংরুমে জিনশেঙ্কো সাবেক ক্লাবের সহকারী কোচ মাইকেল আর্তেতা ও সতীর্থ গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গও পাবেন। এ অর্থে বলা যায়, তাঁদের পুনর্মিলনী হচ্ছে এমিরেটসের ড্রেসিংরুমে। আর্তেতা বর্তমানে গানারদের প্রধান কোচ আর ম্যানসিটি সতীর্থ জেসুস কিছুদিন আগে ক্লাবটিতে যোগ দিয়েছেন।
ব্রিটিশ স্পোর্টস কোম্পানি অপটার পরিসংখ্যান অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগে শতকরা জয়ের রেকর্ডে জিনশেঙ্কো দুই নম্বরে। যাঁরা কমপক্ষে ৫০ ম্যাচ খেলার পর দলবদল করছেন সেই তালিকাতে। জিনশেঙ্কো সিটিতে ৭৬ ম্যাচ খেলে ৬২ জয় পেয়েছেন। শতকরার হিসেবে যা ৮১ দশমিক ৬ ভাগ জয়।
শতকরা ৮২ দশমিক ১ ভাগ জয় নিয়ে এ তালিকার শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখ কিংবদন্তি আরিয়েন রোবেন। তিনি এই রেকর্ডটি গড়েছেন চেলসিতে খেলার সময়। তিন ও চার নম্বরে আছেন সিটির এমেরিক লাপোর্তে ও ফিল ফোডেন। আর পাঁচ নম্বরে লিভারপুলের নাবি কেইতার পর বাকি পাঁচজন ম্যানসিটির ফুটবলার। অর্থাৎ, লিগ চ্যাম্পিয়ন সিটিজেনদের আট ফুটবলার আছেন ১০ জনের এই তালিকায়।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে