প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন থিয়াগো সিলভা। যদিও ২০২০ সালে বয়সের ‘দোহাই’ দিয়ে ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পিএসজি ছাড়তে বাধ্য হন সিলভা। অথচ সিলভার কাছাকাছি বয়সের সার্জিও রামোসকে এ মৌসুমে দুই বছরের চুক্তিতে কিনেছে ফরাসি ক্লাবটি।
পিএসজির এই ব্যাপারটা মানতেই পারছেন না সিলভা। রামোসের সঙ্গে নিজের সাবেক ক্লাবের চুক্তিতে যারপরনাই হতাশ সাবেক এই পিএসজি অধিনায়ক। পিএসজি ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসিতে যান সিলভা। ৩৬ বছর বয়সী এই ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমি সার্জিও রামোসের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু যে সময়ে (৩৫ বছর বয়সে) তারা (পিএসজি) রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গত বছর আমারও কাছাকাছি বয়স ছিল। এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। যদিও আমি এই বিষয়ে এখনো কারও সঙ্গে কথা বলেনি। কারণ এটা আমাকে এতটা হতাশ করেছে যে, মনে হচ্ছে আমি ক্লাবের জন্য কিছুই করিনি।’
২০১২ সালে সিরি-আ ক্লাব এসি মিলান ছেড়ে পিএসজিতে নাম লেখান সিলভা। সে সময়ে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার চার কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটি সিলভাকে দলে ভিড়িয়েছিল। সিলভার হাত ধরে লিগ, কাপ মিলিয়ে বিশটিরও বেশি শিরোপা জিতেছিল পিএসজি।
এসব কারণেই রামোসের ব্যাপারটা বেশি পোড়াচ্ছে সিলভাকে। হতাশা থেকেই সিলভা বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি। কিন্তু ব্যাপারটা থেকে বের হতে পারছি না। কারণ আট দিন কিংবা আট মাস নয়, এই ক্লাবে আমি আট বছর কাটিয়েছি। এই আট বছরে আমরা অনেক শিরোপা জিতেছি। ক্লাবের পরিবর্তনের জন্য অনেক কাজ করতে হয়েছে।’
প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন থিয়াগো সিলভা। যদিও ২০২০ সালে বয়সের ‘দোহাই’ দিয়ে ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পিএসজি ছাড়তে বাধ্য হন সিলভা। অথচ সিলভার কাছাকাছি বয়সের সার্জিও রামোসকে এ মৌসুমে দুই বছরের চুক্তিতে কিনেছে ফরাসি ক্লাবটি।
পিএসজির এই ব্যাপারটা মানতেই পারছেন না সিলভা। রামোসের সঙ্গে নিজের সাবেক ক্লাবের চুক্তিতে যারপরনাই হতাশ সাবেক এই পিএসজি অধিনায়ক। পিএসজি ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসিতে যান সিলভা। ৩৬ বছর বয়সী এই ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমি সার্জিও রামোসের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু যে সময়ে (৩৫ বছর বয়সে) তারা (পিএসজি) রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গত বছর আমারও কাছাকাছি বয়স ছিল। এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। যদিও আমি এই বিষয়ে এখনো কারও সঙ্গে কথা বলেনি। কারণ এটা আমাকে এতটা হতাশ করেছে যে, মনে হচ্ছে আমি ক্লাবের জন্য কিছুই করিনি।’
২০১২ সালে সিরি-আ ক্লাব এসি মিলান ছেড়ে পিএসজিতে নাম লেখান সিলভা। সে সময়ে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার চার কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটি সিলভাকে দলে ভিড়িয়েছিল। সিলভার হাত ধরে লিগ, কাপ মিলিয়ে বিশটিরও বেশি শিরোপা জিতেছিল পিএসজি।
এসব কারণেই রামোসের ব্যাপারটা বেশি পোড়াচ্ছে সিলভাকে। হতাশা থেকেই সিলভা বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি। কিন্তু ব্যাপারটা থেকে বের হতে পারছি না। কারণ আট দিন কিংবা আট মাস নয়, এই ক্লাবে আমি আট বছর কাটিয়েছি। এই আট বছরে আমরা অনেক শিরোপা জিতেছি। ক্লাবের পরিবর্তনের জন্য অনেক কাজ করতে হয়েছে।’
শেষ মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থাকলে জায়গা করে নিত বিশ্বকাপ বাছাইয়ে। গত মাসে ভারতের বিহারে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন রেজাউল-আশরাফুলরা। সুযোগ অবশ্য হারিয়ে যায়নি।
৭ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
১১ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১৪ ঘণ্টা আগে