Ajker Patrika

অন্য ভুবনে বিখ্যাত ফুটবল ব্যক্তিত্বদের কন্যারা 

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৯: ২৯
অন্য ভুবনে বিখ্যাত ফুটবল ব্যক্তিত্বদের কন্যারা 

মাইকেল ওয়েন, অ্যালেন শিয়ারার, পেপ গার্দিওলা এবং জোসে মরিনহো-একটা জায়গায় এদের সবার মিল রয়েছে। তাঁরা সবাই ফুটবলের সঙ্গে যুক্ত। কেউ খেলোয়াড় হিসেবে আবার কেউ কোচ হিসেবে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন। তবে বাবাদের দেখানো পথে হাঁটেননি তাঁদের কন্যারা। ভিন্ন পথে হেঁটেই নিজেদের নামে পরিচিতি পেয়েছেন তাঁরাও। সেইসব কন্যাদের নিয়েই এই আয়োজন। 

ওয়েনমাইকেল ও গামা ওয়েন
লিভারপুল কিংবদন্তি মাইকেল ওয়েনকে অনেকেই মনে রেখেছেন ৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সেই গোলটির জন্য। তবে লিভারপুল ও ইংল্যান্ডের হয়ে পরবর্তী সময়ে কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। এবার ওয়েন নতুন করে আলোচনায় আসলেন তাঁর কন্যা গামার জন্য। সম্প্রতি ফ্যাশন দুনিয়ায় নাম লিখিয়েছেন গামা। নিজের শুরু করার প্রতিষ্ঠান ওজি বিকিনির মডেল হয়েছেন গামা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি পোস্ট করে গর্বিত হওয়ার কথা বলেছেন বাবা ওয়েন। 

শিয়ারারঅ্যালান ও হলি শিয়ারার
নিউক্যাসল কিংবদন্তি অ্যালান শিয়ারার নিজের সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন। তবে কম বিখ্যাত নন তাঁর ২৬ বছর বয়সী কন্যা হলিও। সংগীত দুনিয়ায় ইতিমধ্যে নিজের ঝাণ্ডা গেড়েছেন হলি। লন্ডনের মিউজিক স্কুলে নিজেকে গড়ে তুলেছেন হলি। আর এখন ‘কান্ট্রি সিংগার’ বেশ আলোচিত শিয়ারার কন্যা। 

গার্দিওলাপেপ ও মারিয়া গর্দিওলা
পেপ গার্দিওলাকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। সর্বকালের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। গার্দিওলার হয়ে কথা বলছে তাঁর সফল্য। তবে গার্দিওলার দেখানো পথে হাঁটেননি তাঁর কন্যা মারিয়া। নিজেকে বরং পরিচিত করেছেন স্টাইল আইকন হিসেবে। ইনস্টাগ্রামে বেশ নামও কুড়িয়েছেন তিনি। আরেকটি বিষয়ে এর আগে আলোচনায় আসেন মারিয়া। মাঝে তাঁকে প্রেম করতে দেখা যায় এভারটন তারকা দেলে আলীর সঙ্গে। 

মরিনহোজোসে ও মাতিলদে মরিনহো
‘স্পেশাল ওয়ান’ খ্যান জোসে মরিনহোর কন্যা মাতিলদে। তবে ফুটবল বা ফ্যাশন দুনিয়ায় নয়, ২৫ বছর বয়সী মাতিলদে খ্যাতি অর্জন করেছেন জুয়েলারি ব্যবসায়ী হিসেবে। এই ব্যবসায় নেমে পেয়েছেন পদকও। ১৮ বছর বয়সে জন্মদিনে স্বর্নের ব্রেসলেট উপহার পেয়েছিলেন মাতিলদে। সেই থেকে শুরু তাঁর জুয়েলারি প্রেমের। এখন এই ভুবনে খ্যাতি পেয়েছেন মরিনহো-কন্যা।

ফুটবল সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় মার্কিন শান্তি প্রস্তাবে আরব-ইউরোপসহ সবাই একমত, কী আছে ট্রাম্পের ২০ দফায়

ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

পুলিশের জালে জালিয়াতির মামলায় ফাঁসলেন ‘সম্পদের দেবী’, উদ্ধার ৬১ হাজার বিটকয়েন

এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর: ড. ইউনূস

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত