ক্রীড়া ডেস্ক
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে উজবেকিস্তানের সমীকরণ ছিল খুবই সহজ। সংযুক্ত আরব আমিরাতের কাছে না হারলেই হতো। শেষ পর্যন্ত সমীকরণ উজবেকিস্তানের পক্ষে আসায় প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হয়েছে দলটির।
আল নাহিয়ান স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় আরব আমিরাত-উজবেকিস্তান। আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে উজবেকিস্তান নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব। উজবেকিস্তানের মতো জর্ডানও কেটেছে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ওমানকে গতকাল ৩-০ গোলে হারিয়েছে জর্ডান। শুধু ম্যাচ জিতলেই হতো না জর্ডানকে। দলটিকে তাকিয়ে থাকতে হতো ইরাক-দক্ষিণ কোরিয়া ম্যাচের দিকে। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ইরাককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। তাতে দক্ষিণ কোরিয়া টানা ১১ বার বিশ্বকাপের মূলপর্বে ওঠা নিশ্চিত করেছে।
৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী বছরের জুন-জুলাইয়ে। ২৩তম বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হওয়ায় তাদের বিশ্বকাপ খেলা আগেভাগেই নিশ্চিত হয়েছে। এশিয়া থেকে জর্ডান-দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপান, ইরান ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত প্রথম ও একমাত্র দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। আর ওশেনিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।
বিশ্ব র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান অবস্থান করছে ৫৭ নম্বরে। এর আগে ২০০৬ বিশ্বকাপে খেলার দারুণ সুযোগ ছিল তাদের সামনে। জর্ডানকে তখন দুই লেগের প্লে-অফে খেলতে হয়েছিল বাহরাইনের বিপক্ষে। এই প্লে-অফ দিয়ে নির্ধারিত হতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি হিসেবে কোন দল কনকাকাফ অঞ্চলের ত্রিনিদাদ ও টোবাগোর (টিএন্ডটি) বিপক্ষে। এই ম্যাচের জয়ী পরে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে উঠত। উজবেকিস্তান প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছিল টিএন্ডটিকে। তবে রেফারির এক ভুলের কারণে ফিফা ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয়। শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের ভিত্তিতে উজবেকরা বাদ পড়ে গিয়েছিল।
২০২৬ বিশ্বকাপ আগেভাগে নিশ্চিত করা আর্জেন্টিনা আজ চিলিকে ১-০ গোলে হারিয়েছে। ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট এখন আর্জেন্টাইনরা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়েও এক নম্বরে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল। আর প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা জর্ডান অবস্থান করছে ৬২ নম্বরে।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে যারা
আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, নিউজিল্যান্ড
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে উজবেকিস্তানের সমীকরণ ছিল খুবই সহজ। সংযুক্ত আরব আমিরাতের কাছে না হারলেই হতো। শেষ পর্যন্ত সমীকরণ উজবেকিস্তানের পক্ষে আসায় প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হয়েছে দলটির।
আল নাহিয়ান স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় আরব আমিরাত-উজবেকিস্তান। আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে উজবেকিস্তান নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব। উজবেকিস্তানের মতো জর্ডানও কেটেছে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ওমানকে গতকাল ৩-০ গোলে হারিয়েছে জর্ডান। শুধু ম্যাচ জিতলেই হতো না জর্ডানকে। দলটিকে তাকিয়ে থাকতে হতো ইরাক-দক্ষিণ কোরিয়া ম্যাচের দিকে। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ইরাককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। তাতে দক্ষিণ কোরিয়া টানা ১১ বার বিশ্বকাপের মূলপর্বে ওঠা নিশ্চিত করেছে।
৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী বছরের জুন-জুলাইয়ে। ২৩তম বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হওয়ায় তাদের বিশ্বকাপ খেলা আগেভাগেই নিশ্চিত হয়েছে। এশিয়া থেকে জর্ডান-দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপান, ইরান ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত প্রথম ও একমাত্র দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। আর ওশেনিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।
বিশ্ব র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান অবস্থান করছে ৫৭ নম্বরে। এর আগে ২০০৬ বিশ্বকাপে খেলার দারুণ সুযোগ ছিল তাদের সামনে। জর্ডানকে তখন দুই লেগের প্লে-অফে খেলতে হয়েছিল বাহরাইনের বিপক্ষে। এই প্লে-অফ দিয়ে নির্ধারিত হতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি হিসেবে কোন দল কনকাকাফ অঞ্চলের ত্রিনিদাদ ও টোবাগোর (টিএন্ডটি) বিপক্ষে। এই ম্যাচের জয়ী পরে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে উঠত। উজবেকিস্তান প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছিল টিএন্ডটিকে। তবে রেফারির এক ভুলের কারণে ফিফা ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয়। শেষ পর্যন্ত অ্যাওয়ে গোলের ভিত্তিতে উজবেকরা বাদ পড়ে গিয়েছিল।
২০২৬ বিশ্বকাপ আগেভাগে নিশ্চিত করা আর্জেন্টিনা আজ চিলিকে ১-০ গোলে হারিয়েছে। ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট এখন আর্জেন্টাইনরা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়েও এক নম্বরে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল। আর প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা জর্ডান অবস্থান করছে ৬২ নম্বরে।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে যারা
আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, নিউজিল্যান্ড
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৭ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৯ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৯ ঘণ্টা আগে