ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে