ফর্ম খারাপ হলে তারকা খেলোয়াড়দের ওপর ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি সাধারণ ব্যাপার। তবে ভিনিসিয়ুস জুনিয়রের জন্য ব্যাপারটা যেন একটু ভিন্ন। রিয়াল মাদ্রিদে এসে তিনি যে বর্ণবাদী আক্রমণের শিকার হবেন, সেটা অলিখিত এক নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়াম যেন তাঁর কাছে ‘অপয়া’।
ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে গতকাল ভ্যালেন্সিয়া-লা লিগার ম্যাচটি এমনিতেই ছিল ঘটনাবহুল। এক সময় ২-২ সমতায় ছিল ম্যাচটি। অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের গোল বাতিল হওয়ায় জুড বেলিংহাম তর্ক জুড়ে দেন রেফারির সঙ্গে। এরপরই লাল কার্ড দেখেন বেলিংহাম। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। রিয়ালের দুটি গোলই করেন ভিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই ভিনিই ম্যাচ শেষে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। লা লিগা এটা নিয়ে তদন্ত করছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভিনিকে অপ্রাপ্তবয়স্ক এক দর্শক বানর বলে ডেকেছে। ইএসপিএন ব্রাজিল ভিডিওটি পোস্ট করে এবং এটি রেকর্ড করেন এক নারী। ম্যাচে পুলিশ ডাকা হয়েছে বলে জানানো হয়েছে।
মেস্তায়ায় সর্বশেষ ২০২৩ এর মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেন ভিনিসিয়ুস। ১০ মাস আগে সেই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তখন ব্রাজিলিয়ান তারকার টুইট, ‘যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। এমন ঘটনা প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো ঘটেনি। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষ দলও উৎসাহ পায়।’ বর্ণবাদের ঘটনায় তখন লা লিগা ও ভিনি একে অপরকে পাল্টা জবাব দিতে থাকেন। এমনকি সেই ঘটনার (বর্ণবাদী আক্রমণ) প্রমাণ সামাজিকমাধ্যমে কয়েকদিন পরই দেন ভিনি।
আরও পড়ুন:
ফর্ম খারাপ হলে তারকা খেলোয়াড়দের ওপর ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি সাধারণ ব্যাপার। তবে ভিনিসিয়ুস জুনিয়রের জন্য ব্যাপারটা যেন একটু ভিন্ন। রিয়াল মাদ্রিদে এসে তিনি যে বর্ণবাদী আক্রমণের শিকার হবেন, সেটা অলিখিত এক নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়াম যেন তাঁর কাছে ‘অপয়া’।
ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে গতকাল ভ্যালেন্সিয়া-লা লিগার ম্যাচটি এমনিতেই ছিল ঘটনাবহুল। এক সময় ২-২ সমতায় ছিল ম্যাচটি। অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের গোল বাতিল হওয়ায় জুড বেলিংহাম তর্ক জুড়ে দেন রেফারির সঙ্গে। এরপরই লাল কার্ড দেখেন বেলিংহাম। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। রিয়ালের দুটি গোলই করেন ভিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই ভিনিই ম্যাচ শেষে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। লা লিগা এটা নিয়ে তদন্ত করছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভিনিকে অপ্রাপ্তবয়স্ক এক দর্শক বানর বলে ডেকেছে। ইএসপিএন ব্রাজিল ভিডিওটি পোস্ট করে এবং এটি রেকর্ড করেন এক নারী। ম্যাচে পুলিশ ডাকা হয়েছে বলে জানানো হয়েছে।
মেস্তায়ায় সর্বশেষ ২০২৩ এর মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেন ভিনিসিয়ুস। ১০ মাস আগে সেই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তখন ব্রাজিলিয়ান তারকার টুইট, ‘যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। এমন ঘটনা প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো ঘটেনি। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষ দলও উৎসাহ পায়।’ বর্ণবাদের ঘটনায় তখন লা লিগা ও ভিনি একে অপরকে পাল্টা জবাব দিতে থাকেন। এমনকি সেই ঘটনার (বর্ণবাদী আক্রমণ) প্রমাণ সামাজিকমাধ্যমে কয়েকদিন পরই দেন ভিনি।
আরও পড়ুন:
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে