Ajker Patrika

এবারও ব্রাজিলে জায়গা হয়নি নেইমারের, ডাক পেলেন ‘নতুন মেসি’

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১০: ৪১
এবারও ব্রাজিলে জায়গা হয়নি নেইমারের, ডাক পেলেন ‘নতুন মেসি’

আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা বেড়েই চলেছে নেইমার। কোপা আমেরিকার পর আবার যে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য খেলতে নামছে, সেখানেও জায়গা হয়নি তাঁর। তারকা নেইমারে জায়গা না পেলেও ব্রাজিল দলে ডাক পেয়েছেন ‘নতুন মেসি।’ 

 ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল গত রাতে ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। নেইমারকে নেননি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। কারণ গত বছর তিনি যে লিগামেন্টের চোটে আক্রান্ত হয়েছেন, সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। বাছাইপর্বের দলে চমক ‘নতুন মেসি’ তকমা পাওয়া স্ট্রাইকার এস্তেভাও উইলিয়ান। উইলিয়ানের বয়স মাত্র ১৭ বছর হলেও ম্যাচের মোমেন্টাম কোন দিকে যাচ্ছেন, সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। দারুণ ড্রিবলিং করতে পারেন বলে অনেকে তাঁকে ‘মেসিনিও’ ডাকেন, যেটার অর্থ ছোট মেসি। 

উইলিয়ানের পাশাপাশি ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর শীর্ষ গোলদাতা পেদ্রো। পেদ্রো, উইলিয়ানের পাশাপাশি আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনড্রিক। দলে ফিরেছেন গোলরক্ষক এদেরসন। যিনি চোটে পড়ায় খেলতে পারেননি ২০২৪ কোপা আমেরিকায়। এদেরসনের পাশাপাশি বাছাইপর্বের দলে বাকি দুই গোলরক্ষক হলেন অ্যালিসন বেকার ও বেন্তো। 

যুক্তরাষ্ট্রে আয়োজিত সবশেষ কোপা আমেরিকায় ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। সেলেকাওরা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচ খেলবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। কুরিতিবার কুতো পেরেইরা স্টেডিয়ামে ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে ব্রাজিল-ইকুয়েডর। ১১ সেপ্টেম্বর আসুনসিওনের চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের ছয় নম্বরে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে ৬ দল। সাত নম্বরে থাকা দলকে বিশ্বকাপের মূলপর্বে যেতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে। 

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল
গোলরক্ষক 
অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)

রক্ষণভাগ 
দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (বরুসিয়া), গিলের্মো আরানা (আতলেতিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মাগলায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি)।

মাঝমাঠ 
আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়াও গোমেস (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)

আক্রমণভাগ
রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এনদ্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও উইলিয়ান (পালমেইরাস), লুইস হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত