ঠিক যেন কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে আন্তোনিও কন্তের। ব্রেন্টফোর্ডের বিপক্ষে গতকাল নিশ্চিত হারতে থাকা ম্যাচ ড্র করে টটেনহাম। ড্র করার পরেও দুশ্চিন্তায় রয়েছেন স্পার্স কোচ।
গতকাল টেক কমিউনিটি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ব্রেন্টফোর্ড-টটেনহাম। প্রথমে দুটি গোল হজম করেছিল টটেনহাম। ১৫ ও ৫৪ মিনিটে ব্রেন্টফোর্ডের গোল দুটি করেন ভাইটালি জ্যানেল্ট ও ইভান টনি। শেষ ৩৬ মিনিটে নিশ্চিত হারতে থাকা ম্যাচ ড্র করে স্পার্স। ৬৫ মিনিটে হ্যারি কেইন ও ৭১ মিনিটে পিয়েরে এমিল হজবার্গ করলে ২-২ গোলে ম্যাচ শেষ হয়।
প্রথমে গোল হজম করাটাকে দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন কন্তে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে টটেনহাম কোচ বলেন, ‘টানা ৯ ম্যাচে আমরা প্রথমে গোল হজম করেছি। একটা দলকে ভালো অবস্থানে থাকতে হলে স্থিতিশীল থাকতে হয়। প্রথমে ১টা বা ২টট গোল হজম করার পর ওখান থেকে ঘুরে দাঁড়াতে হয়। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে।’
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে টটেনহাম। ৯ জয়, ৩ ড্র ও ৪ পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে স্পার্সরা।
ঠিক যেন কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে আন্তোনিও কন্তের। ব্রেন্টফোর্ডের বিপক্ষে গতকাল নিশ্চিত হারতে থাকা ম্যাচ ড্র করে টটেনহাম। ড্র করার পরেও দুশ্চিন্তায় রয়েছেন স্পার্স কোচ।
গতকাল টেক কমিউনিটি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ব্রেন্টফোর্ড-টটেনহাম। প্রথমে দুটি গোল হজম করেছিল টটেনহাম। ১৫ ও ৫৪ মিনিটে ব্রেন্টফোর্ডের গোল দুটি করেন ভাইটালি জ্যানেল্ট ও ইভান টনি। শেষ ৩৬ মিনিটে নিশ্চিত হারতে থাকা ম্যাচ ড্র করে স্পার্স। ৬৫ মিনিটে হ্যারি কেইন ও ৭১ মিনিটে পিয়েরে এমিল হজবার্গ করলে ২-২ গোলে ম্যাচ শেষ হয়।
প্রথমে গোল হজম করাটাকে দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন কন্তে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে টটেনহাম কোচ বলেন, ‘টানা ৯ ম্যাচে আমরা প্রথমে গোল হজম করেছি। একটা দলকে ভালো অবস্থানে থাকতে হলে স্থিতিশীল থাকতে হয়। প্রথমে ১টা বা ২টট গোল হজম করার পর ওখান থেকে ঘুরে দাঁড়াতে হয়। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে।’
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে টটেনহাম। ৯ জয়, ৩ ড্র ও ৪ পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে স্পার্সরা।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪২ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে