Ajker Patrika

ব্রাজিলের কাছে পরাজয়ের পর পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৫: ৪০
ব্রাজিলের কাছে পরাজয়ের পর পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গতকাল ৪-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই দলটি তাদের কোচকে হারিয়েছে। এশিয়ার দলটির হয়ে আর ডাগআউটে দাঁড়াবেন না বলে জানিয়েছেন পাওলো বেন্তো।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন বেন্তো। পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে হুট করেই নেননি, তা জানিয়েছেন এই পর্তুগিজ কোচ। তিনি বলেছেন, ‘এইমাত্র খেলোয়াড় ও দলটির ফুটবল ফেডারেশনের সভাপতিকে বিষয়টি জানালাম। পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা সেপ্টেম্বরে নিয়েছি। এটি আগেই ঠিক করা ছিল। আজ নিশ্চিত করলাম। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং কোরিয়ার কোচ হওয়ার সুযোগ পেয়ে গর্বিত।’ 

কিছুদিন অবসর সময় কাটাবেন বলে জানিয়েছেন বেন্তো। আর ভবিষ্যৎ সম্পর্কে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘এখন আমাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তবে আমি আর কোরিয়ার সঙ্গে থাকছি না। আমি কিছুদিন বিশ্রাম নেব। এরপর ভবিষ্যতের চিন্তা করব।’ 

২০১৮ সালের আগস্টে শিন তায়ে-ইয়ংয়ের স্থলাভিষিক্ত হন বেন্তো। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার তাঁর নেতৃত্বে শেষ ষোলোয় খেলার সুযোগ পেয়েছে কোরিয়া। দক্ষিণ এশিয়ার দলটির আগে ২০১৪ সালের বিশ্বকাপে পর্তুগালের ডাগআউটেও ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত