Ajker Patrika

ম্যাচের আগেই আর্জেন্টিনাকে ‘হুমকি’ দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন রাফিনিয়া। ছবি: এএফপি
আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন রাফিনিয়া। ছবি: এএফপি

ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে শোনা যাচ্ছে আলাপ-আলোচনা। দুই দলের ফুটবলার থেকে শুরু করে ভক্ত-সমর্থক—কারও যেন তর সইছে না। খেলা মাঠে গড়ানোর আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলের রাফিনিয়া।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ‘রোমারিও টিভি’তে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া আগেই পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছেন। রাফিনিয়ার কথাবার্তায় মিলেছে যুদ্ধের ইঙ্গিত। রোমারিও জিজ্ঞেস করলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছি। ভাগ্য ভালো এখন মেসি নেই। তাদের কি আমরা হারাতে যাচ্ছে?’ উত্তরে রাফিনিয়া বললেন, ‘আমরা তাদের হারাব। কোনো সন্দেহ নেই। মাঠে এমনকি প্রয়োজন পড়লে মাঠের বাইরেও।’

রাফিনিয়াকে ফের রোমারিও জিজ্ঞেস করলেন, ‘তুমি কি গোল করতে যাচ্ছ?’ ২৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি গোল করতে যাচ্ছি। তারা সব কিছু নিয়েই জাহান্নামে যাচ্ছে।’ রাফিনিয়ার কথাবার্তাই বোঝা গেছে আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিল কতটা উদগ্রীব হয়ে আছে। আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজের মতো তারকারা থাকছেন না। ব্রাজিলের তারকা নেইমারও খেলতে পারছেন না সুপারক্লাসিকো।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ব্রাজিলের আইকনিক মারাকানার গ্যালারিতে হয়েছিল সংঘর্ষ। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ব্রাজিল জিতেছে ২০১৯ সালে। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত