Ajker Patrika

৮৯১ কোটি টাকায় আর্সেনালে জার্মান ফরোয়ার্ড

আপডেট : ২৯ জুন ২০২৩, ১৪: ০৫
৮৯১ কোটি টাকায় আর্সেনালে জার্মান ফরোয়ার্ড

সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগে অধিকাংশ সময়ই পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আর্সেনাল। কিন্তু দীর্ঘ ২০ বছরের শিরোপাখরা ঘোচানোর সুযোগ পেয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। মৌসুমের শেষ দিকে এসে দুর্দান্ত ছন্দটা ধরে রাখতে পারেননি মিকেল আর্তেতার শিষ্যরা। 

নতুন মৌসুমে তাই এই ভুল করতে চায় না আর্সেনাল। দলের স্কোয়াড আরও শক্তিশালী করতে দুর্দান্ত সব খেলোয়াড় দলে ভেড়াচ্ছে গানাররা। সেই ধারাবাহিকতায় বুকায়ো সাকা-গ্যাব্রিয়েল জেসুসের আক্রমণভাগের সঙ্গী হিসেবে কাই হাভার্টজকে নিয়েছে ইংলিশ ক্লাবটি। 

হাভার্টজের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে আর্সেনাল। ২০২৮ সাল পর্যন্ত গানারদের হয়ে খেলবেন জার্মান ফরোয়ার্ড। এ জন্য বাংলাদেশি মুদ্রায় ৮৯১ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার টাকা পাবেন ২৪ বছর বয়সী উদীয়মান তারকা। চেলসির হয়ে তিন মৌসুম খেলে ৯১ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। 

নতুন ক্লাবে যোগ দিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের ইচ্ছা প্রকাশ করেছেন হাভার্টজ। তিনি বলেছেন, ‘আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। একসঙ্গে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছি।’ 

মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কখনোই জেতা হয়নি আর্সেনালের। এমনকি সর্বশেষ লিগ শিরোপা জেতারও ২০ বছর হয়ে গেছে। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে জিতেছিল তারা। আগামী মৌসুমে শিরোপার অপেক্ষা ঘোচাতে রেকর্ড গড়ে ডেকলান রাইসকে নেওয়ারও চেষ্টা করছে দলটি। জানা গেছে, রেকর্ড ১০৫ মিলিয়ন পাউন্ড দিয়ে ওয়েস্ট হাম অধিনায়ক ও ইংল্যান্ডের মিডফিল্ডারকে কিনতে রাজি আছে আর্সেনাল। 

অন্যদিকে ৫৪৮ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার টাকায় জেমস ম্যাডিসনকে দলে নিয়েছে টটেনহাম। লেস্টার সিটির এই মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে স্পার্সরা। লেস্টারের হয়ে ১৬৩ ম্যাচে ৪৩ গোল করেছেন ২৬ বছর বয়সী ইংল্যান্ড তারকা। ইতিমধ্যে ইংল্যান্ডের হয়েও  ম্যাচ খেলেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত