Ajker Patrika

মেসিদের সাবেক কোচ এখন ব্রাজিলের ক্লাবে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৯: ৫৬
মেসিদের সাবেক কোচ এখন ব্রাজিলের ক্লাবে

সেভিয়া থেকে কয়েক দিন আগে বরখাস্ত হয়েছেন হোর্হে সাম্পাওলি। হতশ্রী পারফরম্যান্সের কারণে স্প্যানিশ ক্লাব থেকে চাকরি হারান এই কোচ। সেভিয়া থেকে বিদায়ের এক মাসের মধ্যেই ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ হলেন সাম্পাওলি।

এক বিবৃতিতে গতকাল সাম্পাওলির কোচ হওয়ার কথা নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোপা লিবের্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাম্পাওলি। ফ্ল্যামেঙ্গোর কোচ হিসেবে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে পছন্দের তালিকায় রেখেছিল ক্লাবটি। জেসুস তুরস্কের ক্লাব ফেনারবেখের কোচ থাকায় সাম্পাওলির ওপরই ভরসা রাখে ফ্ল্যামেঙ্গো। সাম্পাওলির আগে ফ্ল্যামেঙ্গোর কোচ ছিলেন ভিতর পেরেইরা। কয়েক দিন আগে ব্রাজিলিয়ান এই ক্লাবের কোচ থেকে বরখাস্ত করা হয় পেরেইরাকে। 

ক্লাব ফুটবলে তো অসংখ্য ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন সাম্পাওলি। আর্জেন্টিনা, চিলি জাতীয় দলেরও ডাগআউট সামলেছেন তিনি। ২০১৭ সালের ১ জুন থেকে ২০১৮-এর ১৫ জুলাই পর্যন্ত আর্জেন্টিনার কোচ ছিলেন সাম্পাওলি। এক বছরে তাঁর অধীনে আর্জেন্টাইনরা খেলে ১৫ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত