মোহামেদ সালাহকে পছন্দ করেন না, ফুটবল বিশ্বে এমন মানুষ নেই বললেই চলে! চাইলেই এবার সেই সালাহর সঙ্গে ছবি তুলতে পারবেন যে কেউ। সে ব্যবস্থা করে রেখেছে লন্ডনের মাদাম তুসো জাদুঘর। সেখানে স্থাপন করা হয়েছে সালাহর প্রমাণ সাইজের একটি মোমের মূর্তি।
আজ শুক্রবার থেকেই মোমের তৈরি সালাহকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে মজার ব্যাপার হলো মোম দিয়ে বানানো সালাহর মূর্তিটিকে এতটাই বাস্তব রূপ দেওয়া হয়েছে যেটি দেখে সালাহ নিজেই বিস্মিত হয়েছেন। কে আসল, কে নকল চেনাই যে দায়!
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মূর্তিটি দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না সালাহ। গোল করে হাজারো মানুষকে উচ্ছ্বাসে ভাসানো সালাহ নিজেই উচ্ছ্বসিত হয়ে বললেন, এটাতো দেখতে হুবহু আমার মতো। মনে হচ্ছে আমি আয়নার দিকে তাকিয়ে আছি!
সালাহ যেমন তার মূর্তি পেয়ে খুশি, তেমনি সময়ের অন্যতম সেরা ফুটবলারকে ঠাঁই দিতে পেরে খুশি মাদাম তুসো কর্তৃপক্ষও। জাদুঘরটির জেনারেল ম্যানেজার টিম ওয়াটার্স মনে করেন, কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বব্যাপী সালাহ যে প্রভাব বিস্তার করেছেন, তাতে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে লন্ডনের এই জাদুঘরে থাকার যোগ্য তিনি। সালাহ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার । তর্কসাপেক্ষে বিশ্বসেরাও বটে। তাই এটি তার প্রাপ্য।
ক্রিম স্যুট পরা লিভারপুল তারকার উদ্যাপনের যে ছবিটি মিডল ইস্ট ম্যাগাজিনের প্রচ্ছদ করা হয়েছে, ঠিক তার আদলেই মাদাম তুসোতে ২৯ বছর বয়সী তারকার মোমের ভাস্কর্য বানানো হয়। এক বছর আগেই জাদুঘরের বিশেষজ্ঞরা এই ভাস্কর্যের জন্য সালাহর শত শত ছবি ও মাপ নিয়েছিল। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারানোর পর জাদুঘরে নিজের মূর্তিটি দেখতে যান লিভারপুলের তারকা ফরোয়ার্ড।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মিসরীয় ফরোয়ার্ড। চার বছরে অলরেড জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ২১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৭ টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫১টি গোল। ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে দুবার গোল্ডেন বুটও জিতেছেন তিনি।
মোহামেদ সালাহকে পছন্দ করেন না, ফুটবল বিশ্বে এমন মানুষ নেই বললেই চলে! চাইলেই এবার সেই সালাহর সঙ্গে ছবি তুলতে পারবেন যে কেউ। সে ব্যবস্থা করে রেখেছে লন্ডনের মাদাম তুসো জাদুঘর। সেখানে স্থাপন করা হয়েছে সালাহর প্রমাণ সাইজের একটি মোমের মূর্তি।
আজ শুক্রবার থেকেই মোমের তৈরি সালাহকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে মজার ব্যাপার হলো মোম দিয়ে বানানো সালাহর মূর্তিটিকে এতটাই বাস্তব রূপ দেওয়া হয়েছে যেটি দেখে সালাহ নিজেই বিস্মিত হয়েছেন। কে আসল, কে নকল চেনাই যে দায়!
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মূর্তিটি দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না সালাহ। গোল করে হাজারো মানুষকে উচ্ছ্বাসে ভাসানো সালাহ নিজেই উচ্ছ্বসিত হয়ে বললেন, এটাতো দেখতে হুবহু আমার মতো। মনে হচ্ছে আমি আয়নার দিকে তাকিয়ে আছি!
সালাহ যেমন তার মূর্তি পেয়ে খুশি, তেমনি সময়ের অন্যতম সেরা ফুটবলারকে ঠাঁই দিতে পেরে খুশি মাদাম তুসো কর্তৃপক্ষও। জাদুঘরটির জেনারেল ম্যানেজার টিম ওয়াটার্স মনে করেন, কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বব্যাপী সালাহ যে প্রভাব বিস্তার করেছেন, তাতে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে লন্ডনের এই জাদুঘরে থাকার যোগ্য তিনি। সালাহ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার । তর্কসাপেক্ষে বিশ্বসেরাও বটে। তাই এটি তার প্রাপ্য।
ক্রিম স্যুট পরা লিভারপুল তারকার উদ্যাপনের যে ছবিটি মিডল ইস্ট ম্যাগাজিনের প্রচ্ছদ করা হয়েছে, ঠিক তার আদলেই মাদাম তুসোতে ২৯ বছর বয়সী তারকার মোমের ভাস্কর্য বানানো হয়। এক বছর আগেই জাদুঘরের বিশেষজ্ঞরা এই ভাস্কর্যের জন্য সালাহর শত শত ছবি ও মাপ নিয়েছিল। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারানোর পর জাদুঘরে নিজের মূর্তিটি দেখতে যান লিভারপুলের তারকা ফরোয়ার্ড।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মিসরীয় ফরোয়ার্ড। চার বছরে অলরেড জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ২১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৭ টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫১টি গোল। ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে দুবার গোল্ডেন বুটও জিতেছেন তিনি।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১২ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৯ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে