দীর্ঘ সময় ‘বেকার’ থাকা যেন মরিসিও পচেত্তিনোর কাছে খুব পরিচিত দৃশ্য। কোচের চাকরি একবার চলে গেলে সহজে পান না তিনি। এবার তার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ।
আনুষ্ঠানিক চুক্তি না হলেও পচেত্তিনোর চেলসিতে যাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। বিবিসি জানিয়েছে, টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে নতুন কোচ করতে রাজি হয়েছে চেলসি। এই গ্রীষ্মেই তিনি (পচেত্তিনো) ক্লাবটিতে যোগ দিচ্ছেন। পচেত্তিনো সর্বশেষ কোচের দায়িত্ব পালন করেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ২০২১ এর ২ জানুয়ারি থেকে ২০২২ এর ৫ জুলাই পর্যন্ত দেড় বছর ছিলেন পিএসজির দায়িত্বে। তাঁর সময়ে প্যারিসিয়ানরা লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছে। পিএসজির আগে টটেনহামের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত স্পার্সের কোচ ছিলেন এই আর্জেন্টাইন।
২০২২ এর মে মাসে চেলসির মালিক হয়েছেন টড বোহেলি। বোহেলি মালিক হওয়ার পর বরখাস্ত হয়েছেন একের পর এক কোচ। গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব হারান টমাস টুখেল। দেড় বছরেরও বেশি সময় ব্লুজদের কোচের দায়িত্ব পালন করেন টুখেল। টুখেলের পর আসেন গ্রাহাম পটার। তবে ক্লাবটির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় সাত মাসও টেকেনি পটারের চাকরি। পটারের পর ব্রুনো সাল্টোর এসে টিকেছেন মাত্র চার দিন। এখন ফ্র্যাংক ল্যাম্পার্ড আছেন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে।
দীর্ঘ সময় ‘বেকার’ থাকা যেন মরিসিও পচেত্তিনোর কাছে খুব পরিচিত দৃশ্য। কোচের চাকরি একবার চলে গেলে সহজে পান না তিনি। এবার তার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ।
আনুষ্ঠানিক চুক্তি না হলেও পচেত্তিনোর চেলসিতে যাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। বিবিসি জানিয়েছে, টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে নতুন কোচ করতে রাজি হয়েছে চেলসি। এই গ্রীষ্মেই তিনি (পচেত্তিনো) ক্লাবটিতে যোগ দিচ্ছেন। পচেত্তিনো সর্বশেষ কোচের দায়িত্ব পালন করেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ২০২১ এর ২ জানুয়ারি থেকে ২০২২ এর ৫ জুলাই পর্যন্ত দেড় বছর ছিলেন পিএসজির দায়িত্বে। তাঁর সময়ে প্যারিসিয়ানরা লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছে। পিএসজির আগে টটেনহামের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত স্পার্সের কোচ ছিলেন এই আর্জেন্টাইন।
২০২২ এর মে মাসে চেলসির মালিক হয়েছেন টড বোহেলি। বোহেলি মালিক হওয়ার পর বরখাস্ত হয়েছেন একের পর এক কোচ। গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব হারান টমাস টুখেল। দেড় বছরেরও বেশি সময় ব্লুজদের কোচের দায়িত্ব পালন করেন টুখেল। টুখেলের পর আসেন গ্রাহাম পটার। তবে ক্লাবটির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় সাত মাসও টেকেনি পটারের চাকরি। পটারের পর ব্রুনো সাল্টোর এসে টিকেছেন মাত্র চার দিন। এখন ফ্র্যাংক ল্যাম্পার্ড আছেন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে