২০২৩-২৪ লিগ ওয়ানের শিরোপায় এক হাত আগেই দিয়ে রেখেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন হওয়া তাদের কাছে ছিল শুধু সময়ের ব্যাপার। সেই শিরোপাও গত রাতে জিতে গেল প্যারিসিয়ানরা।
শিরোপা জয়ের সুসংবাদটা পিএসজি নিজেরাই পেতে পারত পরশু রাতে। তবে পার্ক দে প্রিন্সেসে পয়েন্ট টেবিলের ১৫ নম্বর দল লে হাভরের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্যারিসিয়ানরা। এই ড্রতে শুধু এক রাতেরই অপেক্ষা বাড়ল পিএসজির। প্যারিসিয়ানদের সুখবর দিয়েছে লিওঁ। নিজেদের মাঠ পার্ক অলিম্পিক লিওনাইস স্টেডিয়ামে লিওঁ গত রাতে ৩-২ গোলে হারিয়েছে মোনাকোকে। ৩১ ম্যাচে ১৭ জয়, ৭ ড্র ও ৭ পরাজয়ে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মোনাকো। সমান ৩১ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট পেয়ে এবারের লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি। তিন ও চারে থাকা ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৬ ও ৫৫। এই দল দুটিও খেলেছে ৩১টি করে ম্যাচ। মোনাকো, ব্রেস্ত ও লিলে প্রত্যেকে তাদের শেষ তিন ম্যাচ জিতলেও পিএসজিকে ছাড়ানো সম্ভব নয়। ২০২১-২২,২০২২-২৩, ২০২৩-২৪—লিগ ওয়ানের হ্যাটট্রিক শিরোপা জিতল পিএসজি।
লিগ ওয়ানের শিরোপা জয়ের জন্য ন্যুনতম আশা বাচিয়ে রাখতে মোনাকো গত রাতে সমানে সমানে লড়েছে লিওঁর সঙ্গে। ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নেয় ৫ টি। স্বাগতিক লিওঁ বল দখলে রাখে ৪৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। ১ মিনিটে উইসাম বিন এদেরের শটেই প্রথম গোলের দেখা পায় মোনাকো। এরপর ২২ মিনিটে আলেক্সান্দ্রে ল্যাকাজেতের গোলে সমতায় ফেরে লিওঁ। ২৬ মিনিটে সাইদ বেনরাহমার গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে লিওঁ।
সমতায় ফিরতে মোনাকো দ্বিতীয়ার্ধে তেমন একটা সময় নেয়নি। ৬০ মিনিটে বেন ইয়েদের গোলেই ২-২ সমতা করে মোনাকো। ম্যাচে ড্র যখন একমাত্র পরিণতি মনে হচ্ছিল, তখন ব্যবধান গড়ে দেন মালিক ফোফানা। ৮৪ মিনিটে মোনাকোর তৃতীয় গোল করেন এই স্ট্রাইকার। তাঁকে (ফোফানা) অ্যাসিস্ট করেন ল্যাকাজেট। লিওঁ ৩-২ গোলে জেতায় শিরোপা জয়ের সামান্য আশাটুকুও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় মোনাকোর।
২০২৩-২৪ লিগ ওয়ানের শিরোপায় এক হাত আগেই দিয়ে রেখেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন হওয়া তাদের কাছে ছিল শুধু সময়ের ব্যাপার। সেই শিরোপাও গত রাতে জিতে গেল প্যারিসিয়ানরা।
শিরোপা জয়ের সুসংবাদটা পিএসজি নিজেরাই পেতে পারত পরশু রাতে। তবে পার্ক দে প্রিন্সেসে পয়েন্ট টেবিলের ১৫ নম্বর দল লে হাভরের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্যারিসিয়ানরা। এই ড্রতে শুধু এক রাতেরই অপেক্ষা বাড়ল পিএসজির। প্যারিসিয়ানদের সুখবর দিয়েছে লিওঁ। নিজেদের মাঠ পার্ক অলিম্পিক লিওনাইস স্টেডিয়ামে লিওঁ গত রাতে ৩-২ গোলে হারিয়েছে মোনাকোকে। ৩১ ম্যাচে ১৭ জয়, ৭ ড্র ও ৭ পরাজয়ে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মোনাকো। সমান ৩১ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট পেয়ে এবারের লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি। তিন ও চারে থাকা ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৬ ও ৫৫। এই দল দুটিও খেলেছে ৩১টি করে ম্যাচ। মোনাকো, ব্রেস্ত ও লিলে প্রত্যেকে তাদের শেষ তিন ম্যাচ জিতলেও পিএসজিকে ছাড়ানো সম্ভব নয়। ২০২১-২২,২০২২-২৩, ২০২৩-২৪—লিগ ওয়ানের হ্যাটট্রিক শিরোপা জিতল পিএসজি।
লিগ ওয়ানের শিরোপা জয়ের জন্য ন্যুনতম আশা বাচিয়ে রাখতে মোনাকো গত রাতে সমানে সমানে লড়েছে লিওঁর সঙ্গে। ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নেয় ৫ টি। স্বাগতিক লিওঁ বল দখলে রাখে ৪৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। ১ মিনিটে উইসাম বিন এদেরের শটেই প্রথম গোলের দেখা পায় মোনাকো। এরপর ২২ মিনিটে আলেক্সান্দ্রে ল্যাকাজেতের গোলে সমতায় ফেরে লিওঁ। ২৬ মিনিটে সাইদ বেনরাহমার গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে লিওঁ।
সমতায় ফিরতে মোনাকো দ্বিতীয়ার্ধে তেমন একটা সময় নেয়নি। ৬০ মিনিটে বেন ইয়েদের গোলেই ২-২ সমতা করে মোনাকো। ম্যাচে ড্র যখন একমাত্র পরিণতি মনে হচ্ছিল, তখন ব্যবধান গড়ে দেন মালিক ফোফানা। ৮৪ মিনিটে মোনাকোর তৃতীয় গোল করেন এই স্ট্রাইকার। তাঁকে (ফোফানা) অ্যাসিস্ট করেন ল্যাকাজেট। লিওঁ ৩-২ গোলে জেতায় শিরোপা জয়ের সামান্য আশাটুকুও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় মোনাকোর।
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৩ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে