Ajker Patrika

তিন ম্যাচ আগেই হ্যাটট্রিক শিরোপা জিতলেন এমবাপ্পেরা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০: ৩৬
তিন ম্যাচ আগেই হ্যাটট্রিক শিরোপা জিতলেন এমবাপ্পেরা

২০২৩-২৪ লিগ ওয়ানের শিরোপায় এক হাত আগেই দিয়ে রেখেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন হওয়া তাদের কাছে ছিল শুধু সময়ের ব্যাপার। সেই শিরোপাও গত রাতে জিতে গেল প্যারিসিয়ানরা।

শিরোপা জয়ের সুসংবাদটা পিএসজি নিজেরাই পেতে পারত পরশু রাতে। তবে পার্ক দে প্রিন্সেসে পয়েন্ট টেবিলের ১৫ নম্বর দল লে হাভরের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্যারিসিয়ানরা। এই ড্রতে শুধু এক রাতেরই অপেক্ষা বাড়ল পিএসজির। প্যারিসিয়ানদের সুখবর দিয়েছে লিওঁ। নিজেদের মাঠ পার্ক অলিম্পিক লিওনাইস স্টেডিয়ামে লিওঁ গত রাতে ৩-২ গোলে হারিয়েছে মোনাকোকে। ৩১ ম্যাচে ১৭ জয়, ৭ ড্র ও ৭ পরাজয়ে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মোনাকো। সমান ৩১ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট পেয়ে এবারের লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি। তিন ও চারে থাকা ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৬ ও ৫৫। এই দল দুটিও খেলেছে ৩১টি করে ম্যাচ। মোনাকো, ব্রেস্ত ও লিলে প্রত্যেকে তাদের শেষ তিন ম্যাচ জিতলেও পিএসজিকে ছাড়ানো সম্ভব নয়। ২০২১-২২,২০২২-২৩, ২০২৩-২৪—লিগ ওয়ানের হ্যাটট্রিক শিরোপা জিতল পিএসজি। 

লিগ ওয়ানের শিরোপা জয়ের জন্য ন্যুনতম আশা বাচিয়ে রাখতে মোনাকো গত রাতে সমানে সমানে লড়েছে লিওঁর সঙ্গে। ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নেয় ৫ টি। স্বাগতিক লিওঁ বল দখলে রাখে ৪৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। ১ মিনিটে উইসাম বিন এদেরের শটেই প্রথম গোলের দেখা পায় মোনাকো। এরপর ২২ মিনিটে আলেক্সান্দ্রে ল্যাকাজেতের গোলে সমতায় ফেরে লিওঁ। ২৬ মিনিটে সাইদ বেনরাহমার গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে লিওঁ। 

গোলের পর লিওঁর উচ্ছ্বাস। রুদ্ধশ্বাস ম্যাচে গত রাতে মোনাকোকে ৩-২ গোলে হারিয়েছে লিওঁ। ছবি: এএফপি সমতায় ফিরতে মোনাকো দ্বিতীয়ার্ধে তেমন একটা সময় নেয়নি। ৬০ মিনিটে বেন ইয়েদের গোলেই ২-২ সমতা করে মোনাকো। ম্যাচে ড্র যখন একমাত্র পরিণতি মনে হচ্ছিল, তখন ব্যবধান গড়ে দেন মালিক ফোফানা। ৮৪ মিনিটে মোনাকোর তৃতীয় গোল করেন এই স্ট্রাইকার। তাঁকে (ফোফানা) অ্যাসিস্ট করেন ল্যাকাজেট। লিওঁ ৩-২ গোলে জেতায় শিরোপা জয়ের সামান্য আশাটুকুও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায় মোনাকোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত